Sanghati Dibas: বাবরি মসজিদ ধ্বংসের ৩০ বছর, গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবস পালন তৃণমূলের

।। প্রথম কলকাতা ।।

Sanghati Dibas: ১৯৯২ সালে ৬ ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ। সেই ঘটনার আজ ৩০ টি বছর পার হয়ে গিয়েছে। প্রতি বছরের ন্যায় এবারেও মেয়ো রোডে গান্ধী মূর্তি পাদদেশে সংহতি দিবস পালনের কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে এবং রাজ্যে বসবাসকারী বিভিন্ন জাতি, সম্প্রদায় ও ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়েই তৃণমূল কংগ্রেসের আজকের এই কর্মসূচি বলে জানা গিয়েছে।

এদিন গান্ধী মূর্তি পাদদেশের সংহতি দিবস পালনের সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি দেখা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি হাজী নুরুল সহ আরও বহু বিশিষ্টজনদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তিনি রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রচেষ্টাই করে এসেছেন। তাঁর আদর্শকে সামনে রেখেই এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই সংহতি দিবস পালন করা হয়। মূলত রাজ্যের প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েই তৃণমূলের এই সংহতি দিবস পালন।

 

গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবস পালন

গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবস পালন

Posted by All India Trinamool Congress on Monday, 5 December 2022

 

 

৩০ বছর আগে এই দিন বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই দিনটিকে স্মরণে রেখে এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি গ্রহণ করেছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গে নেই। জি-২০ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে দিল্লি রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তাঁর চার দিনের দিল্লি সফরে তিনি রাজস্থানের আজমেঢ় ও পুষ্করে যাবেন বলেও জানা গিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version