Alia Bhatt: ২৩ ফুট লম্বা আঁচলে যেন রূপকথার পরী আলিয়া, মেট গালায় এটা কী পরলেন?

।। প্রথম কলকাতা ।।

 

Alia Bhatt: বিদেশের বুকেও ভারতীয় সংস্কৃতিকে ধরে রেখেছেন নায়িকা। গর্জিয়াস ট্র্যাডিশনাল লুক। রণবীর পত্নীর এই সাজ দেখে মুগ্ধ সকলেই। জানেন এই পোশাকটি তৈরি করতে ঠিক কত দিন সময় লেগেছে? ১৬৩ জন কারিগর মিলে ছোট ছোট সুক্ষ্ম কাজ ফুটিয়ে তুলেছেন। চোখের আরাম। জানেন কী কী দামী রত্ন বসানো ? সব্যসাচীর থেকে কত টাকা দিয়ে এই পোশাকটি কিনেছেন আলিয়া ভাট?

 

মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। এই প্রথম এলেন তিনি শাড়িতে। তবে যে সে শাড়ি নয়। যাঁর প্রত্যেকটি কাজ হাঁ করে তাকিয়ে থাকার মতই। সব্যসাচীর তৈরি করা এই শাড়িতে রয়েছে ২৩ ফুট লম্বা এমব্রয়ডারি করা একটি আঁচল। যা তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। অবাক হবেন না, এটাই সত্যি। এতে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে কারুকার্য করা হয়েছে, যা ,সম্পূর্ণ হাতে তৈরি। সঙ্গে রয়েছে গোলাপী এবং সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এগুলিও কিন্তু হাতেরই কাজ। ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ। শাড়িটির সঙ্গে ব্রালেট স্টাইল করেছিলেন আলিয়া ভাট।

 

আর এই ব্রালেটের ব্যাকে বো ডিটেলিং সবাইকে মুগ্ধ করেছিল। সেখানেও স্টোনের কাজ লক্ষণীয়।  আলিয়ার মুখের ওই মিষ্টি হাসি যেন আরও রূপকথার পরী করে তুলেছিল।
এদিন আলিয়ার জুয়েলারিও ছিল দেখার মতো। সব্যসাচীর ‘বেঙ্গল রয়্যাল কালেকশন-এর জুয়েলারিতে সেজে উঠেছিলেন তিনি। গয়না হিসেবে সব্যসাচী বেছে নেন একটি মাং টিকা। মাথায় ছিল একটি ব্যান্ড, স্টেটমেন্ট কানের দুল হাই হিল ও আংটি। আলিয়ার চোখে সোনালি রঙের স্যাডো। গালে রুজ, ফুশিয়া গোলাপী ঠোঁট, বিমিং হাইলাইটার, মাস্কারা
আর সাজের ফাইনাল টাচ ছিল মেসি হেয়ার। সব মিলিয়ে যেন স্বপ্নে দেখ রাজকন্যে তিনি।

 

২০২৪ সালের বসন্তকালের এই প্রদর্শনীর বিষয় জানিয়ে দেওয়া হয়েছিল গত বছরের নভেম্বরেই। মেট গালা’ মানেই ফ্যাশন প্যারেড। এবারের থিম গার্ডেন অফ টাইম। আর তাতেই বাজিমাত করলেন আলিয়া ভাট। শাড়ির আভিজাত্য নিয়ে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউডের গাঙ্গুবাই। রেড কার্পেটে পা রাখার আগে অভিনেত্রী কথা বলেন অ্যাশলি গ্রাহামের সঙ্গে এবং এই অনুষ্ঠানে দ্বিতীয়বার আসতে পেরে তাঁর অভিজ্ঞতা জানান। তিনি বলেন, ‘দুর্দান্ত লাগছে এবং অত্যন্ত উত্তেজিতও আমি। মেট গালায় এটা আমার দ্বিতীয়বার কিন্তু এই প্রথম আমি শাড়ি পরেছি। আমি যখন ‘দ্য গার্ডেন অফ টাইম ড্রেসকোডের কথা ভেবেছি, এমন কিছু হতে হত যা নিরন্তর এবং শাড়ির থেকে বেশি নিরন্তর আর কিছু হয় না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version