RBI Rs 2000 Notes: ২০০০ নোট বাতিলে উদ্বেগ বাড়ছে প্রবাসীদের, কি নির্দেশ দিল RBI? বদলানো যাবে টাকা!

।। প্রথম কলকাতা ।।

RBI Rs 2000 Notes: ২০০০ নোট বাতিলে মারাত্মক সমস্যায় পড়বেন প্রবাসীরা। সেপ্টেম্বরের মধ্যে দেশে না ফিরলে কীভাবে বদলাবেন নোট? ব্যাঙ্ক যদি ২০০০ টাকার নোট জমা নিতে না চায় কি উপায়? RBI কি রেখেছে কোনও বিশেষ গাইডলাইন? আরবিআইয়ের একটা নোটিশ৷ খবরটা বড় কিন্তু উদ্বেগটাও কি আগের মতো?

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন হয়ত না। সাধারণ মানুষ অনেকটাই অভ্যস্ত ২০০০ টাকার নোট ব্যবহার না করে। কিন্তু প্রবাসীদের অনেকেই কিন্তু উদ্বেগে। এমন অনেকেই রয়েছেন যারা ব্যাঙ্ক থেকে বেশ কিছুটা পরিমাণ টাকা তুলে রেখে বিদেশে পাড়ি দিয়েছেন। হয়ত ২০১৮-২০১৯ সালের আগেই তারা সেপ্টেম্বরের মধ্যে এসে কীভাবে বদলাবেন তাদের সেই ২০০০ এর নোট? এছাড়াও বাংলাদেশ-নেপাল সহ এমন অনেক দেশেরই জনতা রয়েছেন যারা প্রায়সই ভারতে আসেন বিভিন্ন কাজে বিশেষ করে চিকিৎসা করাতে। তারা অনেকেই কিন্তু বেশ কিছু পরিমাণ ভারতীয় ২০০০ টাকার নোটই তুলে রেখে দিয়েছেন তাদের কাছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ভারতের নাগরিকেরা ২০০০ টাকা বদলানো নিয়ে বিশেষ একটা সমস্যায় হয়ত পড়বেন না এই আশা করা যায়। কারণ ২০১৮-২০১৯ নাগাদ আরবিআই বাজারে ২০০০টাকার নোট ছাড়া বন্ধ করার পর মানুষ এখন অনেকটাই অভ্যস্ত ৫০০ টাকা ব্যবহারে। তবে হ্যাঁ যাদের কাছে এখনও রয়েছে ২০০০টাকার নোট তারা ব্যাঙ্কে গিয়ে তা বদলাতে পারবেন। এক্ষেত্রে কিছুটা হলেও চাপে পড়বেন প্রবাসীরা৷ যতক্ষণ না আরবিআই তাদের জন্য কোনও নয়া নির্দেশিকা আনছে। হ্যাঁ RBI এর তরফ থেকে এখনও পর্যন্ত এক্ষেত্রে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে ২০১৬ সালে ৫০০, ১০০০ নোট বাতিলের পরও প্রবাসী বা এনআরআইদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেল্ফ ডিকলিয়ারেশন দিয়ে আরবিআইয়ের বেশ কিছু শাখায় নোট পরিবর্তন করা গিয়েছিল।

এবারও কি তেমনই কিছু সুযোগ দেবে আরবিআই?

বাজারে ১০০০ টাকার নোটের ফেরার সম্ভাবনা ঠিক কতটা? কি বলছেন বিশেষজ্ঞ। কংগ্রেস নেতা পি চিদাম্বরের কটাক্ষের সুরে দাবি, তিনি অবাক হবেন না যদি বাজারে আবার নতুন ১০০০ টাকা নোট বের হয়। তবে কোনও কারণে যদি ব্যাঙ্ক ২০০০ টাকা জমা নিতে অস্বীকার করে সেক্ষেত্রে উপায় কী? সেটাও জানিয়েছে আরবিআই। কোনও ব্যাঙ্ক যদি ২ হাজার নোট ফেরত নিতে অস্বীকার করে আধিকারিকদের কাছেই অভিযোগ জানাতে হবে গ্রাহকদের। তাতে একমাসেও যদিও কোনও সুরাহা না হয় RBI-এর কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন তাঁরা। RBI-এর ইন্ডিগ্রেটেড ওম্বাডসম্যান স্কিম ২০২১-এর আওতায় RBI-এর ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল cms.rbi.org.in-এর গিয়ে অভিযোগ জানানো যাবে। এ ছাড়াও গ্রাহকরা RBI-এর ১৯টি আঞ্চলিক শাখায় গিয়ে পাল্টে নিতে পারবেন ২০০০এর নোট। তবে সেটা অবশ্যই সেপ্টেম্বরের মধ্যে৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version