১৬৮ বিলাসবহুল গাড়ি, নীতা ও তাঁর ছেলে মেয়ে, বউমারা কে কোন গাড়ি ব্যবহার করেন জানেন?

।। প্রথম কলকাতা ।।

আম্বানি পরিবারের কতগুলি গাড়ি রয়েছে জানেন? জানেন সেই গাড়িগুলির কোনটির কত দাম? দাম শুনলে মুখ হাঁ হয়ে যেতেই পারে। প্রতিটি গাড়িই বিলাসবহুল এবং অত্যাধুনিক। জানেন, নীতা আম্বানি ও তাঁর ছেলেমেয়ে, বাড়ির বউরা কোন ধরনের গাড়ি ব্যবহার করেন? আম্বানি পরিবারের সদস্যদের গাড়ির কালেকশন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আম্বানির বাড়ির গ্যারাজে।

বিশ্বের অন্যতম ধনী ব্যাক্তি হলেন মুকেশ আম্বানি। যাঁর কাছে রয়েছে বিলাসবহুল বাড়ি থেকে দামি গাড়ি সবই। মুম্বাইয়ে মুকেশ আম্বানির ২৭ তলার বাড়ি অ্যান্টিলিয়ার ছ’টি তলা শুধু গাড়ি রাখার জন্য বরাদ্দ রয়েছে। এখানে রয়েছে বিশ্বের নামি দামী কোম্পানির বিলাসবহুল গাড়ি। দশ বিশটা নয়, ১৬৮টি গাড়ি যে রয়েছে আম্বানি পরিবারের। যার মধ্যে ল্যান্ড রোভার ডিসকভারি ও BMW-র সংখ্যা বেশি।

কোন গাড়ি নেই আম্বানির বাড়িতে? মার্সিডিজ বেঞ্জ, হ্যামার থেকে, বেন্টলি, রোলস রয়্যাস ফ্যান্টম, পোর্শে, রেঞ্জ রোভার — লাইন দিয়ে রয়েছে দুনিয়ার সবচেয়ে দামি গাড়িগুলি। মুকেশ আম্বানির পাশাপাশি বিলাসবহুল গাড়ির রাখেন নীতা আম্বানিও। নীতা আম্বানি সম্প্রতি একটি গাড়ি কিনে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। গাড়িটি প্রিমিয়াম ব্র্যান্ড অডির। মডেলের নাম অডি এ নাইন চ্যামেলিয়ন। এটি কোম্পানির একটি বিশেষ সংস্করণ। গোটা বিশ্ব জুড়ে এই গাড়ির মাত্র কয়েকটি ইউনিট লঞ্চ করা হয়েছে। এই বিলাসবহুল গাড়ির দাম শুনলে আপনি আঁতকে উঠতে পারেন। গাড়িটির দাম ৯০ কোটি টাকারও বেশি।

নীতার মতো তার মেয়ে ইশারও বিলাসবহুল গাড়ির সখ রয়েছে। বিদেশী ব্র্যান্ডের বহু দামী রয়েছে তার। একটি মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস গার্ড গাড়ি কিনেছিলেন ইশার বাবা। এই গাড়িটি ইশার ইচ্ছা অনুযায়ী ডিজাইন করা হয়েছিল। গাড়িটির দাম ১০ থেকে ১১ কোটি টাকা। এছাড়াও ইশার কালেকশনে রয়েছে ‘বেন্টলে বেন্টেগা’। অনেক ধনী ব্যক্তিও এই গাড়ি কিনতে পারে না। কিন্তু ইশা বহুদিন আগেই এই গাড়িটি কিনেছেন।

এবার আসা যাক মুকেশ আম্বানির গাড়ির কথায়। মুকেশ আম্বানির দামি গাড়ির তালিকায় রয়েছে মার্সিডিজ মেবাচ 660 গার্ড গাড়িটি। এটি বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়িগুলি মধ্যে একটি। বাজারে এই গাড়িটির দাম ১০ কোটি টাকা। মার্সিডিজের আরেকটি গাড়ি রয়েছে মুকেশ আম্বানির সংগ্রহে। এটি হলো মার্সিডিজ মেবাচ 62। গাড়িটির বাজার মূল্য ৫.১৫ কোটি টাকা। আম্বানির গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ এর 760 এলআই মডেলের গাড়িটিও। এটি খুবই চমকপ্রদ ও বিলাসবহুল গাড়ি। যার দাম সাড়ে আট কোটি টাকা। গাড়িটির লুক যেমন সুন্দর তেমনই রয়েছে দুর্দান্ত সুবিধা। বিশ্বের অন্যতম গাড়ি নির্মাণকারী সংস্থা বেন্টলির বিলাসবহুল গাড়িও রয়েছে আম্বানির সংগ্রহে।বেন্টটি কন্টিনেন্টাল ফ্লায়িং স্পুর গাড়িটির দাম বাজারে ৩.১৪ কোটি টাকা।

মুকেশ আম্বানির গ্যারেজে যে সব বিলাসবহুল গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম হলো রোলস রয়েস ফ্যান্টম গাড়িটি। এটির দাম ১০ কোটি টাকা। গাড়িটি খুবই স্টাইলিস। এছাড়াও রয়েছে রোলস রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপ। এটিও বিশ্বের সবচেয়ে দামি গাড়ি গুলির মধ্যে একটি। যার দাম সাড়ে ন কোটি টাকা। এগুলি ছাড়াও অ্যাস্টন মার্টিন র‌্যাপিড নামের বিলাসবহুল ও দামি গাড়িটিও রয়েছে মুকেশ আম্বানির গ্যারেজে। যার দাম ৩.২৯ কোটি টাকা। এটি বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়িগুলির মধ্যে একটি।

এইসব বিলাসবহুল গাড়ি নিয়ে সপ্তাহে একদিন সপরিবারে খেতে যান মুকেশ আম্বানি। পছন্দের গাড়ি নিয়ে অফিস বা অন্যান্য কাজে যান নীতা আম্বানি, তাঁদের ছেলে মেয়ে বাড়ির বউরা। সব যেন রূপকথার মতো, তাই না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version