Cheetah: আফ্রিকা থেকে ভারতে আসবে ১৪টি চিতা, জোরকদমে চলছে তোড়জোড়

।। প্রথম কলকাতা ।।

Cheetah: খুব শীঘ্রই পুনরায় আফ্রিকা থেকে ভারতে আসবে প্রায় ১২ থেকে ১৪ টি চিতা। রাজ্যসভায় এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পরিবেশ মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে (Ashwini Kumar Choubey)। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে আফ্রিকা থেকে ভারতে আসবে ১২ থেকে ১৪টি চিতা। ইতিমধ্যেই সেই বিষয়ে ভারত সরকার নামিবিয়া (Namibia) সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে।

কয়েক মাস আগেই নামিবিয়া থেকে ৮টি চিতায় ভারতের মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (kuno National Park) ছেড়ে দেওয়া হয়। যেখানে ৫টি মহিলা চিতা এবং ৩টি পুরুষ চিতা ছিল। এই চিতা প্রকল্পের অধীনে বরাদ্দ ছিল প্রায় ৩৮.৭ কোটি টাকা। এই প্রকল্পটি চলবে ২০২৫-২৬ সাল পর্যন্ত। কুনো জাতীয় উদ্যানে যে ৮টি চিতা রয়েছে তা এখন পুরোপুরি সুস্থ। তাদের উপর ২৪ ঘন্টা নজরদারি চলছে। নতুন পরিবেশে তারা সঠিকভাবে মানিয়ে নিতে পারছে কিনা এবং চিতাগুলির অভিজ্ঞতা কেমন তা নিশ্চিত করতে এই নজরদারি।

নামিবিয়া থেকে আনা সব চিতাকেই কিছু সময়ের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তারপর তাদের জাতীয় উদ্যানের ছেড়ে দেওয়া হয়। ওই চিতা গুলির মধ্যে পুরুষ চিতারা শিকারে অভ্যস্ত হয়ে পড়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই মহিলা চিতাগুলিও এটি আয়ত্ত করবে। ৪টি উচ্চ রেজোলিউশন ক্যামেরা দ্বারা চিতাদের পর্যবেক্ষণ করা হবে। ১৬ জনের বনরক্ষীর একটি দল তাদের তদারকি করবে। প্রতিটি চিতা পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হবে দুই জন বনরক্ষী। বিশেষজ্ঞরা মনে করছেন, সব থেকে বড় চ্যালেঞ্জ হল যখন চিতাগুলিকে বনে ছেড়ে দেওয়া হয়। কারণ তাদের সামনে থাকে নতুন একটি আবাসস্থল। সেখানে তাদের শিখতে হয় এবং শিকারের জন্য একটি নতুন পরিবেশ পায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version