Bank Holidays March 2023: মার্চে ব্যাঙ্ক বন্ধ ১২ দিন, দ্রুত সারুন জরুরি কাজ! রইল ছুটির তালিকা

।। প্রথম কলকাতা ।।

Bank Holidays March 2023: ব্যাঙ্কে (Bank) যদি জরুরি কাজ (Important work) থাকে তাহলে চলতি সপ্তাহের মধ্যেই সেরে ফেলুন। কারণ ফেব্রুয়ারি (February) মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ২০২৩ সালের মার্চ (March) মাসে ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকবে প্রায় ১২ দিন। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সাপ্তাহিক ছুটিও। ব্যাঙ্কে সাধারণত নানান কাজ থাকে। যারা নিত্য অফিস যাত্রী তাদের পক্ষে ব্যাঙ্কের জরুরি কাজ করা একটু অসুবিধার। তাই অনেকেই আছেন যারা আগে পরিকল্পনা করে রাখেন। সেক্ষেত্রে ব্যাঙ্ক কোন দিন বন্ধ থাকবে তা জানা অবশ্যই দরকার। এই মাসে ব্যাঙ্ক সংক্রান্ত সম্পর্কিত সমস্ত কাজ সেরে ফেলার চেষ্টা করুন। সাধারণত ভারতের ব্যাঙ্কগুলিতে মাসের প্রথম এবং তৃতীয় শনিবার খোলা থাকে। কিন্তু দ্বিতীয় আর চতুর্থ শনিবার ছুটি থাকে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank) ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসে বেসরকারি এবং সরকারি ব্যাঙ্ক গুলি ১২ দিনের জন্য বন্ধ থাকবে। এক নজরে দেখে নিন ছুটির তালিকা।

সপ্তাহের দ্বিতীয়, চতুর্থ শনিবার এবং রবিবার ছাড়া নির্দিষ্ট রাজ্যের আঞ্চলিক ছুটির উপর নির্ভর করে সমস্ত সরকারি ছুটির দিনেও ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। এক্ষেত্রে আঞ্চলিক ছুটির দিনগুলি সংশ্লিষ্ট রাজ্য সরকার গুলি দ্বারা নির্ধারিত হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে সেই ছুটি উল্লেখ করা থাকে। সাধারণত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটির দিনগুলিকে তিনটি বিষয়ের মধ্যে রাখে। নেগোশিয়েবেল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটি, নেগোশিয়েবল ইন্সট্রুমেন্স অ্যাক্ট এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ছুটি। মার্চ মাসে ৪টি রবিবার পড়েছে। সেগুলির তারিখ হল ৫, ১২, ১৯ এবং ২৬ তারিখ। দ্বিতীয় এবং চতুর্থ শনিবার পড়েছে ১১ এবং ২৫ মার্চ। নেগোসিয়েল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের অধীনে আরবিআই ৩,৭,৮,৯,২২ এবং ২০ তারিখে ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসে ব্যাঙ্কে ৬টি ছুটি রয়েছে। বর্তমানে ব্যাঙ্কের অধিকাংশ কাজ ডিজিটালে করা হয়। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আর্থিক লেনদেন ডিজিটাল মাধ্যমে করবেন তাহলে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে যখন ইচ্ছা সেই কাজ সেরে ফেলতে পারবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version