Twitter Blue Tick: টুইটার ব্লু এর জন্য মাসে দিতে হবে ১১ ডলার, রয়েছে বিশেষ ছাড়!

।। প্রথম কলকাতা ।।

Twitter Blue Tick: আপনি যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার (Social Media Platform Twitter) ব্যবহার করেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুইটার (Twitter) সম্প্রতি তার ব্লু টিক (Blue Tick) পরিষেবায় বার্ষিক প্ল্যান সংক্রান্ত কিছু অফার চালু করেছে। টুইটার ব্যবহারকারীরা এবার প্রতিবছর ৮৪ ডলারের বিনিময়ে টুইটার ব্লু’তে সাবস্ক্রাইব করতে পারবেন।

এলন মাস্কের (Elon Musk) মালিকানাধীন টুইটার অ্যান্ড্রয়েডের জন্য টুইটার ব্লু সাবস্ক্রিপশনের মূল্য ঘোষণা করেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার খরচ করতে হবে। অ্যাপেলের iOS (Apple’s iOS) গ্রাহকদের জন্য একই নিয়ম। কোম্পানিটি ওয়েব ব্যবহারকারীদের জন্য একটি সস্তা বার্ষিক পরিকল্পনা অফার করেছেন। টুইটার তার ওয়েবসাইটে বলেছে ব্লু টিক আগে রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য পাবলিক ব্যক্তিত্বদের যাচাইকৃত অ্যাকাউন্টের জন্য বিনামূল্যে ছিল। এলন মাস্ক (Elon Musk) মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের দায়িত্ব নেওয়ার পরে, এটি এখন যে কারও জন্য উন্মুক্ত।

আপাতত টুইটার কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জাপান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ব্লু মার্ক ব্যবহারকারীদের জন্য ডিসকাউন্ট অফারটি উপলব্ধ করেছে। এলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই কোম্পানিতে নানান পরিবর্তনে এনেছেন। যার মধ্যে অন্যতম হল টুইটার ব্লু টিকের জন্য একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান।

টুইটার ব্লু গ্রাহকরা এর মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন। গ্রাহকরা চাইলে বুক মার্ক করা টুইটার গুলিকে গ্রুপ এবং সংঘটিত করতে পারেন। তারপর সেগুলিকে একটি ফোল্ডারে রাখতে পারবেন। গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী অ্যাপের চেহারা পরিবর্তন করতে পারবেন। এছাড়াও তারা প্রচুর কাস্টমার অ্যাপ আইকন খুঁজে পাবেন। টুইটার ব্লু ব্যবহারকারীরা থিম নির্বাচনের বেশ কতকগুলি বিকল্প পাবেন এবং থিম পরিবর্তন করতে সক্ষম হবেন। পাশাপাশি ব্যবহারকারীরা তাদের টুইট প্রকাশের কয়েক সেকেন্ডের মধ্যে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। টুইটারে আপনার সাথে সংযুক্ত ব্যক্তিরা এবং আপনি যাদের সাথে সংযুক্ত আছেন সেই নিবন্ধটির একটি শর্টকাট পাবেন যা সবচেয়ে বেশি শেয়ার করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version