Ram Sita portraits: ১০১ কুইন্টাল শস্যর রাম সীতা! তাজ্জব গোটা বিশ্ব, দেখুন ছবি

।। প্রথম কলকাতা ।।

Ram Sita portraits: সম্প্রতি নেপাল এমন এক রেকর্ড গড়ল, যা দেখে তাজ্জব গোটা বিশ্ব। কুইন্টাল কুইন্টাল শস্য দানা দিয়ে বানিয়ে ফেলল রাম সীতার প্রতিচ্ছবি। এমনটা আপনি হয়তো আগে কখনো দেখেননি। এর বিশেষত্ব কী? কেনই বা হয় এটা নিয়ে এত হইচই?

নেপালের জনকপুরের শিল্পীরা এমন কিছু করেছেন যা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। নেপালে রাম এবং সীতার একটি শিল্পকর্ম তৈরি করা হয়েছে, যা এখন নিজেই একটি রেকর্ড হয়ে দাঁড়িয়েছে। আপনিও হয়তো ভাবছেন, এর মধ্যে বিশেষ কী আছে, যার জন্য এত সুনাম? আসুন আপনাকে সেই কারণটি বলি। এটি কোন সাধারণ শিল্পকর্ম নয়। এটি একেবারে ভিন্ন শৈলীতে খোদাই করা হয়েছে। রাম সীতার এই শিল্পকর্মটি শস্য দিয়ে তৈরি। এটি তৈরি করতে ১১টি বিভিন্ন ধরণের শস্য ব্যবহার করা হয়েছে। ১ বা ২ নয়, বরং ১০১ কুইন্টাল। ১২০ ফুট দীর্ঘ এবং ৯১.৫ ফুট চওড়া শিল্পকর্মটি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই শিল্পকর্মটি রয়েছে ১০৮০০ বর্গফুট এলাকা জুড়ে। নেপালের দুই শিল্পী এবং ভারতের আটজন শিল্পী যৌথভাবে এটি তৈরি করেছেন।

বিশেষ বিষয় হল, এখানে কোন রং ব্যবহার করা হয়নি। আপনি আরও দেখতে পাচ্ছেন যে ছবিতে রাম ও সীতার পাশাপাশি মহর্ষি বিশ্বামিত্র এবং রাজা জনকও রয়েছেন। গত বছরও একই রকম ছবি তৈরি হয়েছিল অযোধ্যায়। এটি তৈরি করতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছে। এটি এখন জনসাধারণের দেখার জন্য উপলব্ধ৷ রাম ও সীতার তৈরি এই শিল্পকর্ম সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। বিবাহ পঞ্চমী উপলক্ষে এই শিল্পকর্মটি তৈরি করা হয়। বিবাহ পঞ্চমী রাম এবং সীতার বিবাহের শুভ দিন হিসাবে পালিত হয়।

মনে করা হয়, বিবাহ পঞ্চমী গত ৫ হাজার বছর ধরে পালিত হয়ে আসছে। এই দিনে রাম ও সীতার মূর্তিগুলিকে কনের মতো সাজানো হয়। বিবাহ পঞ্চমীর দিন, লোকেরাও বরের পক্ষ থেকে অতিথি হিসাবে মন্দিরে পৌঁছায়। মূর্তিগুলো মিউজিক এবং ব্যান্ডের সাথে শহর জুড়ে চলে নানান কর্মসূচি । সম্প্রতি ভাইরাল এই শিল্পকর্মটি জেলার পর্যটনকে চাঙ্গা করবে বলে আশা করছেন নেপালের কর্মকর্তারা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version