Joka-Taratala Metro : জোকা থেকে তারাতলা মেট্রো রুটে কমছে আয়! ক্রমশ উৎসাহ হারাচ্ছেন যাত্রীরা

।। প্রথম কলকাতা।।

Joka-Taratala Metro : দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালের ৩০ ডিসেম্বর বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ( Vande Bharat Express ) সঙ্গেই উদ্বোধন করা হয় জোকা-তারাতলা মেট্রো ( Joka Taratala Metro) পরিষেবার । এই মেট্রো রুট চালু হলে বেহালাবাসী স্বস্তি পাবেন এমনটাই মনে করা হয়েছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন করেন। কিন্তু পরিষেবা শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই কার্যত মাথায় হাত মেট্রো রেলের। কারণ প্রতিদিন আয় এর সংখ্যা ক্রমশ নিচের দিকে নামছে। যা চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোম থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ পাঁচ দিন মাত্র জোকা থেকে তারাতলা মেট্রো চলাচল করেছে। দিনে মোট বারোটি মেট্রো চলাচল করছে এই রুটে। আপলাইনে ছয়টি মেট্রো এবং ডাউন লাইনে ছয়টি মেট্রো। সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই পরিষেবা পাচ্ছেন জনসাধারণ । কিন্তু প্রথম দিনে যাত্রীদের মধ্যে যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল সেই উৎসাহ বিগত পাঁচ দিনে অনেকখানি কমে এসেছে। আর তাঁর প্রমাণ দিচ্ছে সোম থেকে শুক্র পর্যন্ত জোকা তারাতলা মেট্রো রুটের টিকিট (Tickets) বিক্রির সংখ্যা।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারে আয় হয় প্রায় ৭২ হাজার টাকা। মঙ্গলবার যাত্রী সংখ্যা পাঁচ হাজার থেকে তিন হাজারের ঘরে নেমে আসে। আয় হয় ৪৪ হাজার টাকা । বুধ, বৃহস্পতি এবং শুক্রবার এই তিন দিনই যাত্রী সংখ্যা ছিল আড়াই হাজারের মতো কিংবা তার থেকে কিছুটা বেশি । স্বাভাবিকভাবেই আয়ের পরিমাণও তেমনি কমে আসে । ওই তিন দিনে এই রুটে আয় হয় ৩৬,৫০০ টাকা, ৩৩,০০০ টাকা এবং ৩৬,২০০ টাকা।

যদিও কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এই প্রসঙ্গে জানান, জোকা থেকে মোমিনপুর পর্যন্ত যখন মেট্রো পরিষেবা শুরু হবে তখন ধীরে ধীরে যাত্রীসংখ্যা বাড়বে। এই বিষয়টি নিয়ে যথেষ্ট আশাবাদী মেট্রো।

তথ্যসূত্র : News 18 Bangla

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version