ন্যাটোকে লাস্ট ওয়ার্নিং জেলেনেস্কির! মিলবে সদস্যপদ? হয় এসপার নয় ওসপার

।। প্রথম কলকাতা ।।

ন্যাটোর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, বাধ্য হয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন জেলেনেস্কি। ন্যাটোর শর্ত মানতে নারাজ,
পাল্টা শর্ত রাখল ইউক্রেন। কোন সঙ্কটে পড়লো ন্যাটো? ইউক্রেনের আশায় জল ঢালছে ন্যাটো, সহ্যের বাঁধ ভাঙছে। কী চাইছেন জেলেনেস্কি? ন্যাটোর সদস্যপদ কি ইউক্রেনের জন্য শুধুই টোপ? সাহস নেই ন্যাটোর, গেম খেলছে পেছনে। মুখের উপর জবাব দিল কিয়েভ। ন্যাটোর সদস্যপদ পেতে মরিয়া চেষ্টা জেলেনেস্কির। টিকে থাকার উপরেই ইউক্রেনের ভবিষ্যৎ নির্ভর করছে। টার্মস এন্ড কন্ডিশনের উপর দাঁড়িয়ে রয়েছে ন্যাটো ইউক্রেন সম্পর্ক। দুদিন আগে ন্যাটোর সদস্যপদ পেতে ইউক্রেনকে শর্ত দিয়েছিলেন ন্যাটো মহাসচিব। আর এক ধাপ এগিয়ে এবার তার পাল্টা দিলেন জেলেনেস্কি। কি শর্ত দিয়েছে ইউক্রেন?

প্রথমত, ন্যাটোকে তার শর্ত তুলে নিতে হবে। দ্বিতীয়ত, এই জোটের সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে বিবেচনা করা হলে, বলা ভালো এই জোটের সদস্যপদের নিশ্চয়তা পেলেই একমাত্র ন্যাটোর আসন্ন সম্মেলনে যাবেন জেলেনস্কি, নচেৎ নয়। ইউক্রেন হতাশার সঙ্গে জানিয়েছে তাঁরা ন্যাটোর এই সম্মেলন নিয়ে এতদিন ধরে আশায় ছিল। তাঁরা আশ করেছিল, এই সম্মেলনেই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু, তার আগেই পাল্টে গেছে পাশার দান। গত ২৭ জুন ন্যাটোর মহাসচিব আচমকাই ইউক্রেনের সামনে নতুন শর্ত রাখেন। রাশিয়া-ইউক্রেনের চলমান এই যুদ্ধ শেষ হওয়ার পরই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিষয়টা নিয়ে বিবেচনা করা হবে, তার আগে নয়, জানিয়েছিল ন্যাটো। একইসঙ্গে বলা হয়েছিল, ন্যাটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে অবশ্যই এই যুদ্ধে জয়ী হতে হবে।

ন্যাটোর তরফে এই শর্ত রাখার পরই জেলেনেস্কির দপ্তরের উপপ্রধান বলেন, যদি ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে ন্যাটোর নেতাদের সাহসের অভাব থাকে, তাহলে ন্যাটোর সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট যাবেন না। কারণ সেক্ষেত্রে তার এই সফর পুরোপুরি অর্থহীন। জানিয়ে রাখি, ২০১৪ সালে রাশিয়ার কাছে ক্রিমিয়ার দখল হারানোর পর থেকেই ন্যাটোর সদস্যপদের জন্য, ন্যাটোতে যোগ দেয়ার জন্য গত ৫-৬ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। একবার নয়, এখনও পর্যন্ত কয়েকবার জোটের সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ইউক্রেন। সর্বশেষ আবেদন জানিয়েছিল গত বছর অক্টোবরে। আর ২০২৩ এর জুন মাসে এসে সেই নিয়েই দুপক্ষের মধ্যে মনোমালিন্য শুরু। লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনাসে আগামী ১১ থেকে ১২ জুলাই সম্মেলন রয়েছে ন্যাটোর। কিন্তু, এখন ন্যাটো ও ইউক্রেনের সমীকরণ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাতে ওই জোটের অতিথি সদস্য হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যান কিনা এখন সেটাই দেখার অপেক্ষা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version