Bengali serial: পরপর তিনটি সিরিয়াল বন্ধ করল জি বাংলা, বাংলা মেগার ভবিষ্যৎ কী ? জানালেন ইন্দ্রাশিস রায়

।। প্রথম কলকাতা ।।

 

 

Bengali serial: একই সপ্তাহে বন্ধ জি বাংলার তিনটি মেগা! কেন দু-মাসেই ঝাঁপ পড়ল অষ্টমীর? সিরিয়াল পাড়ায় এখন বিরাট ঝড়। একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে, কেন? ন’মাসেই বন্ধ ‘জল থই থই ভালোবাসা’ও। রেগে কাঁই অপরাজিতা আঢ্যও। টলিপাড়ায় এসব হচ্ছে টা কী? অবশেষে মুখ খুললেন ইন্দ্রাশিষ রায়। জানালেন সিরিয়াল বন্ধের আসল কারণ।

 

 

সিরিয়াল পাড়ায় এখন কারও পৌষমাস তো কারও সর্বনাশ টাইপের ব্যাপার। কোনও সিরিয়াল দুটো মাস টিকে যাওয়াও এখন হাতে চাঁদ পাওয়ার মত ব্যাপার। তবে তাই বলে তিনটে সিরিয়াল এক সাথেই বন্ধ হয়ে যাবে? এটা তো কেউ ভাবতেও পারেনি। প্রথমে ‘কার কাছে কই মনের কথা’ তারপর ‘আলোর কোলে’, আর অষ্টমী তো ডাহা ফেল। কিন্তু কেন এমন দুরাবস্থা? বাংলার মানুষ কি তবে সিরিয়াল থেকে মুখ ফেরালো?

 

এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন ইন্দ্রাশিষ রায়। জানালেন ইন্ডাস্ট্রির গোপন কথা।

প্রশ্ন উঠতেই বেশ সোজা কথাতেই উত্তর দিলেন ইন্দ্রাশিষ। টিআরপি যে একটা বড় কারণ সেটা তিনি অস্বীকার করেননি। তবে সেই সাথে অতিমারিকেও বাদ দিচ্ছেন না তিনি। অভিনেতা মনে করেন, করোনা পিরিয়ডে মানুষের জীবন, মানসিকতা— সব বদলে গেছে। দর্শকের ধৈর্য কমেছে। ফলে, ধারাবাহিকের সময়সীমাও কমছে। কিন্তু প্রশ্ন তো তবুও থাকছে।

 

আচ্ছা কোথাও গিয়ে কি বাংলা সিরিয়ালের একঘেয়ে টপিক এর জন্য দায়ি নয়? নেটিজেনরা তো বলছে, বাংলা সিরিয়ালের দুরাবস্থার এটাই আসল কারণ। একইরকম গল্প দেখতে দেখতে মানুষ এখন বোর হয়ে গেছে। যে কারণে কোনও নতুন গল্প এলেও তা মন থেকে গ্রহণ করতে পারছেনা। গল্পের ধরণ না বদলালে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলেই ধারণা।

 

দর্শক হিসেবে আপনি কী বলবেন এটা নিয়ে? কেন একটার পর একটা সিরিয়ার ফেল করছে? বিশেষ করে অষ্টমীর মত একটা ভিন্ন ধারার গল্প কেন জায়গা করতে পারলনা?

মনে রাখবেন একজন দর্শক হিসেবে আপনার মতামত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শকই পারেন একটা সিরিয়ালকে হিট করতে‌। আবার দর্শক মুখ ফেরালেই সিরিয়াল কিন্তু ডাহা ফেল। তাই আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।

 

তবে কেবল যে জি বাংলা ধুঁকছে তা কিন্তু নয়। স্টার জলসাতেও ঐ একই হাল‌। ধারাবাহিক ‘জল থইথই ভালবাসা’ শেষ। ইতিমধ্যেই এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অপরাজিতাও। তবে ইন্দ্রাশিস কিন্তু বসে থাকেননি। শীঘ্রই ফিরছেন তিনি। অবশ্যই অন্য ধারাবাহিকে। নতুন রূপে, নতুন চরিত্রে। তার বিপরীতে ধৃতি চরিত্রে থাকছেন শুভস্মিতা।

 

অবশ্য ব্যর্থতার পরেও হাল ছাড়ছেনা জি বাংলা। শীঘ্রই আসছে ‘পুবের ময়না’। এপার বাংলা ও ওপার বাংলা মিলবে এই গল্পের মাধ্যমে। প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে আসা ময়না এক বনেদি বাড়িতে আশ্রয় নেয়। ঘটনাচক্রে সেই বাড়ির ছেলের সাথেই বিয়ে হবে ময়না। এরপর গল্প কোনদিকে আগাবে সেটা তো সময়ই বলবে।

https://fb.watch/sKM8KpoWgZ/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version