Malabika Sen: ‘শারীরিক সৌন্দর্য না থাকলে নৃত্যশিল্পী হওয়া যায় না’, মালবিকার কথায় সমালোচনার ঝড়

 

।। প্রথম কলকাতা ।। 

 

Malabika Sen: এটা কি বললেন মালবিকা সেন? নাচ সব মেয়েদের জন্য নয়। সবাই নৃত্যশিল্পী হতে পারে না। শারীরিক সৌন্দর্য না থাকলে নৃত্যশিল্পী হওয়া যায় না। একথা বলতে পারলেন তিনি! তাঁর এই মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া। কড়া সমালোচনা করছেন অনেকেই। কিন্তু তিনি কী সত্যিই একথা বলেছেন? তাঁর পুরো মন্তব্য কী শুনেছেন আপনি?

 

ভারতের অন্যতম প্রথিতযশা নৃত্যশিল্পী তিনি। কত্থক, ভরতনাট্যম, কুচিপুডি নাচে পারদর্শী নৃত্যশিল্পী মালবিকা সেন। তাঁর এক্সপ্রেশন, ভঙ্গিমা বারংবার নজর কেড়েছে। তিনি একজন অভিনেত্রীও। দর্শক তাঁকে দেখেন সিরিয়ালের পর্দাতেও। বর্তমানে অভিনয় করছেন ‘জল থৈ থৈ ভালবাসা’ সিরিয়ালে। অতীতে ‘ফাগুন বউ’, ‘শ্রীময়ী’, ‘কোড়া পাখি’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’র মতো ধারাবাহিকে দর্শকের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি শিল্পী মালবিকা সেন নৃত্যশিল্পের বিষয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন। আর তাঁরই একটি নির্দিষ্ট অংশ ভাইরাল হয়েছে। কিন্তু আসলে তিনি ঠিক কী বলেছেন?

 

সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মালবিকা সেন নৃত্যশিল্পীদের প্রসঙ্গে কথা বলেন। সেখানেই তিনি জানান, ‘নাট্যশাস্ত্রের মতে সব মেয়েরাই নৃত্যশিল্পী হতে পারে না বা নাচতে পারে না। তাঁদের শারীরিক গঠন সুন্দর হলে তবেই তাঁরা লোকের কাছে গ্রহণযোগ্য হবে। মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সবাই ড্যান্সার হতে পারে না।’

 

তাঁর এই কথায় শুরু হয়েছে জোর সমালোচনা। একজন লিখেছেন, মালবিকা দি এটা মানতে পারলাম না। আপনি সুন্দরী মানলাম, আপনি খুব স্লিম মানলাম। কিন্ত আপনি যে শ্রেষ্ঠ শিল্পী হবেন সেটা মানতে পারছিনা। বা স্লিম হলেই গ্রহণযোগ্য হবে সেটা মানলাম না। কারণ এখন অনেক ভারী চেহারাতেই অনেক ভালো নৃত্যশিল্পী। আর একজন বলেছেন, আপনি অনেক সন্মানীয় আমার কাছে নৃত্যশিল্পী বা নৃত্য গুরু হিসাবে। ক্ষমা করবেন আমি কিন্তু কোনোদিন শুনিনি এই শব্দগুলো।

 

একটু বলে দিনকোন নাট্য শাস্ত্রে, কত নম্বর পেজ-এ লেখা আছে? মনে হচ্ছে আপনি শুধু নিজের সৌন্দর্যের বিজ্ঞাপন দিলেন। এতো দিন নাচ করে যাচ্ছি, জীবনে শুনিনি যে, একজন দক্ষ নৃত্যশিল্পী হতে গেলে সুন্দর বা সুন্দরী হতে হবে। নাট্যশাস্ত্র অনুযায়ী নৃত্যশিল্পের জন্য যে বাঁকানো ভ্রু,পটলচেরা চোখ, টিকালো নাক, ফর্সা গায়ের রং দরকার এটা আজকে জানলাম।

 

তবে মালবিকা সেন শুধুই নেতিবাচক কথা বলেননি। একই সঙ্গে তিনি আরও জানান, ‘এখন তো সৌন্দর্যের পরিভাষা বদলে গিয়েছে। আমরা তো সেই বাঁকানো ভ্রু, পটল চেরা চোখ, টিকালো নাক, ফর্সা গায়ের রং এই সৌন্দর্যটাকে তো আমরা এখন মানি না। সৌন্দর্য এখন সর্বাঙ্গীন। সৌন্দর্য এখন সব কিছু মিলিয়ে হয়েছে। তাঁর কথাবার্তা, তাঁর শিক্ষা, চলন, বলন, মানে সব কিছু নিয়ে আমরা সৌন্দর্যের একটা মাপকাঠি তৈরি করেছি।’

 

মালবিকা সেনের এই সাক্ষাৎকারের প্রথম অংশ শুনে যেমন অনেকে অবাক হয়েছেন বা ভুল বুঝেছেন।  তেমনই গোটা সাক্ষাৎকার শোনার পর মুগ্ধও হয়েছেন অনেকে। এক ব্যক্তি এই বিষয়ে লিখেছেন, ‘একদমই ঠিক কথা বলেছেন ম্যাম।’ আরেকজন লেখেন, ‘আপনি খুবই বড় মাপের নৃত্যশিল্পী। আপনার থেকে অনেক কিছুই শিখি।’

 

https://fb.watch/ss6JlSOhjw/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version