Weather update : ডিসেম্বরের শুরুতে শীতের হোঁচোট, কবে থেকে জমিয়ে শীত?

।। প্রথম কলকাতা ।।

Weather update: উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে। যার ফলে বাতাসে জলীয় বাষ্প কম থাকায় শুষ্কতা বাড়ছে বাংলায়‌। এদিকে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ডিসেম্বরে প্রথম সপ্তাহে উত্তরবঙ্গের সব কটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন হিমালয় সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন আসবে না। উত্তরবঙ্গের মতোই আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের তুলনায় পশ্চিমের জেলাগুলিতে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে।

গত কয়েকদিন ধরেই শহরের তাপমাত্রার পারদ ঊর্ধগামী। বৃহস্পতিবার অব্যাহত রইল সেই ধারা। তবে ডিসেম্বরের শুরুতেই ফের শীতের আমেজ ফেরার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে। এদিকে অবাধে প্রবেশ করতে শুরু করেছে উত্তরের হাওয়া। ফলে জাকিয়ে শীত উপভোগ করা এখন কেবল সময়ের অপেক্ষা। ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে শীত অনুভূত হবে কলকাতা সহ গোটা রাজ্যে।

ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা নামতে শুরু করলে শীতের স্পেল দেখবে বঙ্গবাসী। তবে আচমকা শীতের এই ভাটা সাময়িক বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version