Digha: দীঘা ঘুরতে যাবেন? প্রশাসনের জারি করা নতুন নিয়মগুলি জানেন তো! নইলে পড়তে হতে পারে সমস্যায়

।। প্রথম কলকাতা ।।

Digha: বাঙালির দীপুদা দীঘা পুরী দার্জিলিঙ। তার মধ্যে দীঘা যেন ঘরের পাশেই। সপ্তাহান্তের ছুটিতে দীঘা ঘুরে আসেন অনেকেই। এবার কিন্তু নিয়মের বেশ কিছু কড়াকড়ি করা হয়েছে এই সমুদ্র সৈকতে। সেসব না মানলে বেড়াতে গিয়ে পড়তে হবে সমস্যায়। কি সেই নিয়ম? দীঘা ভ্রমণে আসা পর্যটকদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার হলেও দেশের বিভিন্ন জায়গা থেকেও প্রচুর সংখ্যক পর্যটক এসে থাকেন। এবার দীঘায় আসা ভ্রমণার্থীদের প্রশাসনের তরফ থেকে বেঁধে দেওয়া কিছু নিয়ম কড়া ভাবে মেনে চলতে হবে। আর তা না হলে পড়তে হবে ফ্যাসাদে। নতুন একগুচ্ছ নিয়ম জারি করা হয়েছে দীঘা শংকরপুর উন্নয়ন সংস্থার তরফে। তবে শুধু এই নিয়ম পর্যটকদের জন্যই নয়, এই নিয়ম জারি করা হয়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে হকারদের জন্যও। নতুন এই সব নিয়ম কার্যকর করা হচ্ছে নতুন এবং পুরাতন দীঘার জন্য।

দীঘা শংকরপুর উন্নয়ন সংস্থার তরফ থেকে জারি করা এই সকল নিয়ম না মানলে ২২ আগস্ট থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কি সেই নিয়ম? নতুন এবং পুরাতন দীঘায় যে সকল পর্যটকরা ঘুরতে আসছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, রাস্তার ওপর যত্রতত্র মোটরবাইক, নিজেদের পার্সোনাল গাড়ি অথবা অন্য কোন যানবাহন পার্কিং করা যাবে না। স্থানীয় যে সকল অটো এবং টোটো চালকরা রয়েছেন তাদেরও এই নিয়ম মানতে হবে। নতুন এবং পুরাতন দীঘায় যে সকল ব্যবসায়ী এবং হকাররা রয়েছেন তারা আর সমুদ্র তীরবর্তী এলাকায় পসরা নিয়ে বসতে পারবেন না। এতে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয়। এক্ষেত্রে সমুদ্র সৈকতের গায়ে থাকা কংক্রিটের গার্ডওয়াল অথবা বোল্ডারের ওপরও ব্যবসার জন্য কোনরকম পসরা বসানো যাবেনা।

এছাড়াও সরকারি জায়গায় যারা অবৈধভাবে গুমটি অথবা অন্য কোন ব্যবসার সরঞ্জাম নিয়ে বসে রয়েছেন তাদের অবিলম্বে সেখান থেকে উঠে যেতে হবে। গরু নিয়েও দীঘা শংকরপুর উন্নয়ন সংস্থার তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, বাজার সহ জনবহুল যে সকল এলাকার রয়েছে সেই সকল এলাকায় গরু ঘুরে বেড়ানো বন্ধ করতে হবে।এক্ষেত্রে গরুর মালিকদের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এমনটা মানা না হলে গরু আটক করবে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার কর্মীরা এবং মালিকদের কাছ থেকে জরিমানা নেওয়া হবে।

এর পাশাপাশি জানানো হয়েছে, দিঘা যাওয়ার রাস্তায় বাড়িঘর তৈরি করার অর্থাৎ নির্মাণের জন্য ব্যবহৃত কোনরকম সামগ্রী রাস্তার ধারে ফেলে রাখা যাবে না। যদি এইরকম ঘটনা কেউ ঘটিয়ে থাকেন তাহলে তাকে অবিলম্বে সে সকল সামগ্রী সরিয়ে নিতে হবে।সামগ্রী না সরালে সেই সকল সামগ্রী বাজেয়াপ্ত করবে কর্তৃপক্ষ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version