Rachna Banerjee: দিদি নম্বর ওয়ানের সঞ্চালনা ছাড়লেন রচনা! কে আসছেন তাঁর জায়গায়? 

 

।। প্রথম কলকাতা।।

Rachna Banerjee: রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী। হুগলি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি। তাহলে এখন দিদি নম্বর ওয়ানের কি হবে? সঞ্চালনা ছেড়ে দেবেন রচনা?নাকি তাঁর বদলে আসছে অন্য কেউ? কে তিনি? তিনি কি এই শোয়ে রচনার জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছতে পারবেন? নাকি রচনা না থাকায় চ্যানেল কর্তৃপক্ষ বন্ধ করে দেবে এই জনপ্রিয় রিয়েলিটি শো?

বাংলায় নানা সময়ে নানা রিয়ালিটি শো হয়েছে।।সেইসব শো দর্শকদের হাসিয়েছে বারবার, কিছুক্ষেত্রে ভাবিয়েছে,আবার অনেকসময় কাঁদিয়েছে। অনেক শোই সাধারণ মানুষের মনে পাকাপাকি একটা জায়গা করে নিয়েছে। সারেগামাপা, দাদাগিরি, রান্নাঘর, মিরাক্কেল, ড্যান্স বাংলা ড্যান্স,দিদি নম্বর ১। একের পর এক রিয়ালিটি শো বারবার জয় করেছে দর্শকদের মন, তাদের বিশ্বাস এবং ভালোবাসা। তবে রিয়ালিটি শোয়ের ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা শো জি বাংলার সবচেয়ে জনপ্রিয় শো দিদি নম্বর ১।

দিদি নম্বর ১ এর মাধ্যমে জি বাংলা পৌঁছে গেছে প্রত্যন্ত গ্রামেও। শুধু বাংলা বা বাঙালি নয়, বিভিন্ন জাতি, ধর্ম, শ্রেণীর মেয়ে বউরা এসেছে এই শোতে। মহিলাদের লড়াই, তাদের জীবনের নানা যুদ্ধের কাহিনী তুলে ধরেছে এই শো। সেসব কাহিনী সব সময় অনুপ্রাণিত করেছে মহিলাদের। শিখিয়েছে জীবনে থেমে থাকলে চলে না, লড়ে যেতে হয়। মেয়েরা রাঁধে, চুলও বাঁধে।তারাও একইভাবে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জয় করতে পারে সব বাধা বিপত্তি। তবে দিদি নম্বর ১ বললেই যার মুখ সামনে আসে তিনি অভিনেত্রী সঞ্চালিকা রচনা ব্যানার্জী। তাঁর হাত ধরেই ২০১০ সালে থেকে একটানা এই শো চলে আসছে।

https://www.facebook.com/100082942485331/posts/398772926230787/?mibextid=NTRm0r7WZyOdZZsz

তাঁর আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। পরিচালক সুখেন দাস তাঁর প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে  অভিনেত্রীর নাম রাখেন রচনা। রচনা বন্দ্যোপাধ্যায় ১৯৯৪ সালে মিস ক্যালকাটা পুরস্কার জেতেন। তিনি অভিনয় শুরু করার আগে অনেক সুন্দরী প্রতিযোগিতা জিতেছিলেন। তিনি শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথেই ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বেশকিছু ওড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি অমিতাভ বচ্চনের সাথেও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।।তবে এখন বাঙালি দর্শক তাঁকে দিদি নম্বর ওয়ান নামে এক ডাকে চেনে। পুলিশ থেকে অভিনেত্রী, কৃষক পরিবারের বউ থেকে ব্যাবসায়ী সকলেই এসেছেন তাঁর শোতে। জানিয়েছেন তাদের নিজেদের জীবনে দিদি নম্বর ১ হওয়ার কাহিনী। জিতেছেন একাধিক পুরস্কার। তাই দিদি নম্বর ১ এর সফলতার পিছনে যে মানুষটির অবদান অনস্বীকার্য তিনি হলেন অভিনেত্রী রচনা ব্যানার্জী। সেই রচনা এখন রাজনীতিতে। জানুয়ারি মাসের রচনাকে দেখা গিয়েছিল নবান্নে। সেখান থেকেই শুরু হয় জল্পনা। তারপর এই প্রথমবার মুখ্যমন্ত্রী আসেন রিয়ালিটি শোতে। তারপরই রাজনীতিতে যোগ রচনার। এখন সকলের মনেই প্রশ্ন জাগছে তবে কি তিনি ছাড়তে চলছেন দিদি নম্বর ১? রাজনীতিতে আসার পর তারকারা অভিনয় বা অন্য কাজের সময় পান না। তাই সকলেই জানতে চাইছে তাহলে কি রচনা দিদি নম্বর ১ ছাড়ছেন? এই বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী রচনা ব্যানার্জী। তবে তিনি চলে যাওয়ায় শোএর কি হবে তানিয়ে আশঙ্কায় রয়েছেন অনেকেই।

তাকে ছাড়া দিদি নম্বর ১ দেখতে চাননা, বলছেন অনেক অনুরাগী। তারা বলছেন, রচনা না থাকলে শো বন্ধ করে দেওয়া হোক। কি হতে চলেছে বলে আপনাদের মনে হয়? দিদি নম্বর ওয়ান কি বন্ধ হয়ে যাবে নাকি আসবে নতুন মুখ?

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version