Makar sankranti: কেন মকর সংক্রান্তি পালন হয়, জেনে নিন দিনটির গুরুত্ব

।। প্রথম কলকাতা ।।

Makar sankranti: আর মাত্র হাতে কয়েক দিন। তার পরেই পালিত হবে মকর সংক্রান্তি। দেশের বেশিরভাগ রাজ্যের মকর সংক্রান্তি কৃষি উৎসব হিসেবে পালন করা হয়। মকর সংক্রান্তি থেকে যেহেতু সূর্যের উত্তরায়ন শুরু হয় তাই এই দিনটি বসন্ত ঋতুকে স্বাগত জানানোর দিন হিসেবে পালন করা হয়।

মকর সংক্রান্তি থেকে শুরু হয়ে পরবর্তী ৬ মাস ধরে চলে সূর্যের (Sun) উত্তরায়ন। তারপর শুরু হবে সূর্যের দক্ষিণায়ন। আমাদের দেশের বিভিন্ন জায়গায় রাজ্যের মকর সংক্রান্তি পালিত হয়। এই সময় অনেক জায়গায় যারা বাইরে কাজ করে তারা ঘরে ফিরে আসেন।

তবে মকর সংক্রান্তির মূল প্রথা হলো গঙ্গা স্নান অনুদান এবং মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ খাবারদাবার তৈরি করা হয়। আমাদের রাজ্যে এই দিন নানান ধরনের পিঠে ,পায়েস তৈরির প্রথা রয়েছে। অন‍্য রাজ্যে দই চূড়া, কোথাও খিচুড়ি কোথাও গুড় বা তিলের, মিষ্টি (Sweet) তৈরি করা হয়।

বলা হয় সংক্রান্তি দেবী নাকি এই দিন শংকরাসুর নামের দানবকে বধ করেন।

মহাভারতে এই দিনটির উল্লেখ আছে এদিন নাকি ভীষ্ম ইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন।

সূর্য দেবতার কথাও আছে পুরানে সেখানে বলা হয়েছে এই দিনেই নাকি তিনি শনির গৃহে এক মাসের জন্য ঘুরতে যান।

এদিন নাকি দেবতাদের সঙ্গে ও অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল ।যুদ্ধে দেবতাদের বিজয় হয়। মৃত অসুরদের মাথা মন্দিরা পর্বতের তলায় পুঁতে দেওয়া হয়।

সংক্রান্তির অর্থ গমন করা। সূর্য এদিন মকর রাশিতে গমন করে বলে এই দিনটিকে শুভ দিন হিসেবে ধরা হয়। তবে এই দিনটির সবচেয়ে বেশি গুরুত্ব হল ফসল তোলার ক্ষেত্রে। নতুন ফসল ঘরে তোলার সূচনায় এ দিন হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version