।। প্রথম কলকাতা ।।
Makar Sankranti: মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি প্রতিবছর ভারতীয়দের কাছে একটা আনন্দের উৎসব হয়ে আসে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে মকর সংক্রান্তি (Makar Sankranti) পালন করা হয়। যদিও এই উৎসব পালনের ধরনের পাশাপাশি তার নামও পরিবর্তন হয়ে যায় স্থানভেদে। শীতকালে নতুন ধান, খেজুরের গুড়, পাটালির সুগন্ধ আর পিঠে পুলি সব নিয়েই পৌষ পার্বণ (Poush Parbon)। জানুয়ারির মাঝামাঝি সময়ে এই মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। এই দিন বহু মানুষ আকাশে ঘুড়ি ওড়াতে ব্যস্ত থাকেন । এমনকি বহু জায়গায় ঘুড়ির প্রতিযোগিতা হয়।
শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতের উত্তর ও পশ্চিমে দেশগুলিতে মকর সংক্রান্তির দিনে ঘুড়ি (Kites) ওড়ানো নিয়ে আলাদাই উদ্যম লক্ষ্য করা যায় মানুষের মধ্যে । গুজরাটে এই দিন ঘুরে উৎসব পালন করা হয়। এই বছর মকর সংক্রান্তি পালিত হবে আগামীকাল অর্থাৎ ১৪ জানুয়ারি । কিন্তু কেন ঘুড়ি ওড়ানো হয় তা কি জানেন? এই ঘুড়ি ওড়ানোর নিয়মের পেছনে রয়েছে কিছু স্থানীয় বিশ্বাস, কিছু ধর্মীয় বিশ্বাস এবং আনন্দ উদযাপনের ইচ্ছা।
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, ভগবান রামচন্দ্র (Ramchandra) মকর সংক্রান্তির দিনেই একটি ঘুড়ি উড়িয়ে ছিলেন। আর সেই ঘুড়িটি পৌঁছেছিল ইন্দ্রলোকে। তারপর থেকেই পৃথিবীতে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়। পৌষ সংক্রান্তিতে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আকাশে রঙবেরঙের ঘুড়ি উড়তে দেখা যায়। আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়, ঘুড়ি কেনা তার সুতোতে মাঞ্জা দেওয়া সবকিছুই। আবার অনেকে মনে করেন, নতুন ফসল ওঠার আনন্দে আকাশে ঘুড়ি ওড়ানো হয় এবং সেই চালের গুঁড়ো দিয়েই পিঠে পুলি তৈরি করা হয়।
তবে সারা দেশ জুড়ে মকর সংক্রান্তির এই ঘুড়ি উৎসব বা ঘুড়ি ওড়ানো নিয়ে যে বিশ্বাসই থাকুক না কেন, এই দিনটিকে এইভাবেই উদযাপন করেন ভারতীয়রা। যদিও এর পেছনে একটি বৈজ্ঞানিক বিশ্বাস রয়েছে । মকর সংক্রান্তির দিনে ঘুড়ি ওড়াতে গেলে বাইরে বেরোতেই হবে। আর সারাদিন বাইরে থাকলে সূর্যের আলো মানুষের শরীর ছুঁয়ে যাবে। শীতকালে এমনিতেই সূর্যের তাপ আমাদের আরাম দেয়। আর এই তাপ স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট ভালো বলে মনে করা হয়। একই সঙ্গে ঘুড়ি ওড়ানোর সময় কোন ব্যক্তির হাত এবং শরীর দুটোই সমান ভাবে ব্যস্ত থাকে । তাতে খানিকটা ব্যায়ামও হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম