দাউদকে ISIS-র মাথায় কেন ? প’র্দাফাঁ’স হল পাক আর্মির! পাকিস্তান বাঁচতে চায় এই পথে

।। প্রথম কলকাতা ।।

দাউদ ইব্রাহিমকে কেন ISI-র মাথা করল পাকিস্তান? পাক আর্মির অতিচালাকির পর্দাফাঁস ২৪ ঘন্টা মোস্ট ওয়ান্টেডকে ঘিরে রাখছে পাক আর্মি ঘিরে রাখার বড় কারণ আছে। ভারতকে কিছু করতে হয়নি পাক মিডিয়াই সামনে এনেছে বিস্ফোরক তথ্য। পাকিস্তান এমনি এমনি এমন স্টেপ যে নেয়নি সেটা বাজি রেখে বলেছেন বিশেষজ্ঞরা। যদি দাউদ ইব্রাহিমকে পাক গোয়েন্দা সংস্থা ISIর শীর্ষ পদে বসানোর তথ্য সত্যি হয়ে থাকে তাহলে নেপথ্যে রয়েছে পাকিস্তান আর্মির বড় অঙ্ক। কি সেই অঙ্ক? তা থেকে পাকিস্তানের কী লাভ হতে পারে?

পাকিস্তান সরকার কিন্তু একবারও এ নিয়ে মুখ খোলেনি। সূত্রের খবর দাউদকে বাড়ির বাইরেও পা রাখতে হচ্ছে না। কারণ একেবারে করাচীতে ফ্লিনটচফ রোডের তার বাড়িতে তৈরি করা হয়েছে অফিস। ISIর প্রধান নদিমানজুমের কাছে রিপোর্ট করছে দাউদ খবর এমনটাই। কিন্তু এমন কী প্রয়োজন পড়ল যে একেবারে গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে মোস্ট ওয়ান্টেড ডন? যাতে ভারতের বিরুদ্ধে আরও জোরালো করা যায় ষড়যন্ত্র? বিশেষজ্ঞরা বলছেন আপাতত তেমন কারণ নেই। আসলে পাকিস্তান আন্তর্জাতিক চাপ থেকে বাঁচতে চায় পাক কর্তারা এই বিষয়ে মুখে কুলুপ আঁটবেন সেটাই স্বাভাবিক। তবে কূটনৈতিক মহলের একাংশের দাবি সুদূরপ্রসারী ভাবনা থেকে বিশ্ব ব্যাঙ্কের সহায়তা পেতেইয়এই পদক্ষেপ করেছে পাক সরকারের। ডিসেম্বরেই বড় দুটি পরীক্ষা রয়েছে পাকিস্তানের। প্রথমত, আন্তর্জাতির আর্থিক তহবিল (IMF)-এর দ্বিতীয় কিস্তি পাওয়ার পরীক্ষা। দ্বিতীয়ত, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF)-এর বার্ষিক মূল্যায়ণ।

এবার ভালো করে বুঝুন ইসলামাবাদের অঙ্ক FATF যদি পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার প্রমাণ পায়
তাহলে ফের ধূসর তালিকায় ঢুকে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে অথই জলে পড়বে তারা কারণ বিশ্ব ব্যাঙ্কের সহায়তা পাবে না। তাই জঙ্গি নেতাদের সরকারি পদে বসিয়ে তাদের কালো টাকা সাদা করিয়ে জঙ্গি মদতের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর। সেটাও আবার কেমন করে জানেন? পাক সরকারের নিয়ম অনুযায়ী আইএসআই অফিসার নিজের দায়িত্বে অনুমতি ছাড়া ২৫ লাখ ডলার পর্যন্ত খরচ করতে পারেন। আর অনুমতি নিয়ে যে কোনও অঙ্কের টাকা খরচ করতে পারেন। স্বাভাবিকভাবেই দাউদ ইব্রাহিম সত্যিই যদি ISIর শীর্ষপদে বসে থাকে তাহলে অনেক সুবিধাই পাবে।দাউদের পাকিস্তানে থাকার কথাই অস্বীকার করেছে পাকিস্তান। যদিও সূত্রের খবর পাক পুলিশের বিশেষ বাহিনী ২৪ ঘণ্টা ঘিরে রাখছে দাউদ ইব্রাহিমকে। যতই হোক ভারতের শত্রুর স্পেশাল গুরুত্ব তো রয়েছেই পাকিস্তানে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version