।। প্রথম কলকাতা ।।
Rahul-Ankita: দর্শক তাদের দুজনকেই ভালবাসেন। গান দিয়েই আলাপ। কথা ছিল জীবনে একই সুরে পথ চলবেন তারা। হঠাৎই তারটা যেন ছিঁড়ে গেল। হঠাৎ রাহুলকে কেন ভালো লাগছেনা সারেগামাপা খ্যাত গায়িকার? কারণ কি কোনো তৃতীয় ব্যক্তি?যা রটে তার কিছু তো ঘটে। জানেন অঙ্কিতার নতুন প্রেমিক কে?
রাহুল দত্ত-অঙ্কিতা ভট্টাচার্য জুটি সকলের দারুণ প্রিয়। শোনা যাচ্ছে, রাহুলের সঙ্গে নাকি দূরত্ব বেড়েছে অঙ্কিতার। ড্রামার উজান মণ্ডলের সঙ্গে নতুন ঘনিষ্ঠতা তাঁর। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সারেগামাপা’ থেকে জনপ্রিয় হয়ে ওঠেন রাহুল-অঙ্কিতা। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব। প্রেমের কথা সরাসরি স্বীকার না করলেও, সকলেই জানতেন তাদের ঘনিষ্ঠতার কথা। এক সঙ্গে একাধিক মিউজিক ভিডিও বানিয়েছেন উভয়ে। সেইসব মিউজিক ভিডিও দুর্দান্ত হিট। বেশ কিছুদিন ধরে তাঁদের একসঙ্গে গান গাওয়া প্রায় বন্ধ। ব্যস্ততার কারণে নাকি তাঁরা আপাতত একসঙ্গে গান করছেন না?
অঙ্কিতার দলে ড্রাম বাজান উজান মণ্ডল। দেশ-বিদেশের নানা জায়গায় একসঙ্গে অনুষ্ঠান করেন তাঁরা। দুজনের মিষ্টি মুহূর্তের ছবিও ইদানীং দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে অঙ্কিতা মুখে কুলুপ এঁটেছেন। অঙ্কিতার ঠাকুমা, মা এবং বাবা গান করতে পারেন। মায়ের কাছেই গানে হাতেখড়ি অঙ্কিতার। সেই চার-পাঁচ বছর বয়স থেকে শুরু অনুশীলন। সেই অভ্যাস এখনও বজায় রয়েছে পূর্ণ মাত্রায়। প্রতি দিন দু’ঘণ্টা ধরে গান অনুশীলন চাই-ই-চাই অঙ্কিতার।
পরিবারের বাইরে অঙ্কিতার প্রথম সঙ্গীতশিক্ষক রাধাপদ পাল। তাঁর কাছে এক বছর ধ্রুপদী সঙ্গীতচর্চা ও অনুশীলন। গত সাত বছর সে রথীজিৎ ভট্টাচার্যের ছাত্রী। সব রকমের গান যাতে সহজে গাইতে পারে, তার জন্য ভোকাল ট্রেনিং চলে রথীজিতের কাছে। গান শেখার জন্য সব রকম দূরত্ব পাড়ি দিতে প্রস্তুত অঙ্কিতা। ভালবাসে সব রকমের গান করতে। কোনও বাছবিচার না করে যে কোনও ভাষার যে কোনও গান গাওয়াতেই তার আনন্দ। অডিশন থেকে মেগা ফিনালে। প্রায় এক বছর ধরে চলেছে এই প্রতিযোগিতা। প্রতি বারই মঞ্চে ওঠার আগে পা কাঁপত অঙ্কিতার। মনে হত, যদি গাইতে গাইতে গানের কথা সব ভুলে যাই! সেখান থেকে অঙ্কিতা আজ এই জায়গায়। ক্যারিয়ার একেবারে শীর্ষে। এবার প্রেমের গ্রাফট কোন দিকে যায় সেটাই দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম