পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি কে? বাংলার মুকেশ আম্বানির সম্পত্তির পরিমান অবাক করবে আপনাকে

।। প্রথম কলকাতা ।।

আপনি কি জানেন পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি কে? কেন তাঁকে বঙ্গের মুকেশ আম্বানি বলা হয় জানেন? কী-ই বা তাঁর পরিচয়? তাঁর সম্পত্তির পরিমান জানলে চোখ ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড় হতে পারে। ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। একইভাবে পাল্লা দিয়ে বেড়েই চলেছে দেশে বিলিয়নিয়ারের সংখ্যা। দেশের ধনীতম ব্যক্তিদের নাম কমবেশি সকলেই জানেন। গৌতম আদানি থেকে শুরু করে মুকেশ আম্বানি, রতন টাটাকে চেনেন না এমন ভারতীয় খুব বেশি পাওয়া যাবে না। কিন্তু যদি বলা হয়, পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি কে তা অনেকেই ভেবে দেখেননি। চলুন জেনে নিই কে সেই ব্যাক্তি।

পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন শ্রী সিমেন্টের চেয়ারম্যান বেণুগোপাল বাঙ্গুর। তিনি অজয় পিরামল, এনআর নারায়নমূর্তির মত প্রবীণ ধনুকুবেরদের অনেক পিছনে ফেলে দিয়েছেন। বেনু গোপাল বাঙ্গুর দেশের অন্যতম ধনী ব্যক্তি। শ্রী সিমেন্টের সবথেকে বেশি শেয়ার হোল্ড করে তিনি বাংলার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। মাড়োয়ারি হলেও কিন্তু তিনি আদতে বাঙালি।

তিনি জন্মগতভাবেই তিনি কলকাতাবাসী। ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন বেনুগোপাল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন। পড়াশোনার পরেই তিনি পারিবারিক ব্যবসায় যোগদান করেন। ১৯ শতকের শেষের দিকে এই ব্যবসায়িক সাম্রাজ্য শুরু করেছিলেন বেনু গোপাল বাঙ্গুরের ঠাকুর্দা মুঙ্গি রাম বাঙ্গুর। তিনি একজন স্টক ব্রোকার ছিলেন। একটা সময় বাঙ্গুর সাম্রাজ্য ভারতের বৃহত্তম পারিবারিক ব্যবসায়ী গোষ্ঠী মধ্যে একটি বিশেষ স্থান দখল করেছিল। এরপর ১৯৯১ সালে ব্যবসাটি বলভদ্র দাস বাঙ্গুর, নিবাস বাঙ্গুর, কুমার বাঙ্গুর, বেনু গোপাল বাঙ্গুর ও লক্ষ্মী নিবাস বাঙ্গুরের মধ্যে পাঁচটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল।

উত্তরাধিকারসূত্রে পাওয়া সেই সম্পত্তিকেই বেণুগোপাল উন্নীত করেন। শুধু তাই নয়, শ্রী সিমেন্ট বর্তমানে বাজারের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম সিমেন্ট কোম্পানি। ২০১০ সাল থেকে কোম্পানির রাজস্ব চার গুণ বেড়েছে। এখন এই ব্যবসাটি বিভিন্ন নামে সিমেন্ট উৎপাদন ও বাজারজাত করে। বেনু গোপাল বাঙ্গুর কলকাতায় একটি রাজকীয় বাড়িতে থাকেন। তাঁর কলকাতার বাসভবনটি ৫১ হাজার বর্গফুট এলাকা জুড়ে রয়েছে। তাহলে জানা গেল এই রাজ্যের সবচেয়ে ধনী ব্যাক্তির পরিচয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version