Viral Sagar: সাগরের হোটেল ভেঙে দিল কারা? অসহায়ের ক্ষতি করে আনন্দ পেলে মাশুল একদিন দিতেই হবে

।। প্রথম কলকাতা ।।

 

Viral Sagar:  ফুটপাতের উপর ছোট খাবারের হোটেল সাগরের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা যেই একটু লাভের মুখ দেখতে শুরু হল। ওমনি নজর পড়ল সকলের। অসহায় সাগরের কপাল পুড়ল। তাও নিজের দোষে নয়। সাজানো হোটেলে ভাঙচুর। চুপ করে সবটা সহ্য করল সাগর। আসলে এই পৃথিবীতে অনেকেই আছেন। যাঁরা কারোর ভালো দেখতেই পারেন না। তেমনটাই হয়েছে সাগরের সাথেও। পাশে দাঁড়ানোর মত কেউ নেই। সাগরের চোখে জল। এভাবে কারা ক্ষতি করল? ভাইরাল হয়েছেন বলেই কী টার্গেট হয়ে গেলেন!

 

খাবারের হোটেল চালিয়ে ভাইরাল অনেকেই হয়েছেন। কিন্তু সাগরের জার্নিটা একটু আলাদা। অনেক কম বয়সে সংসারের হাল ধরতে হয়েছে। ফুটপাতেই ভাতের হোটেল তাঁর। আচমকাই ভাইরাল হয়ে যায় সাগর। দোকানে ভিড় বাড়তে থাকে।  আর তাই যেন চক্ষুশূল হয়ে যায় অনেকেরই। বাধা আসতে থাকে। নিজের দোকান সাজাতে গিয়ে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েই গেল।

 

সিমেন্ট দিয়ে ফুটপাতের দোকান বাঁধিয়ে ছিলেন সাগর। তাই রাতারাতি সব শেষ হয়ে গেল। কষ্ট করে জমানো টাকায় বাধানো সিমেন্টের চত্বর কারা যেন ভেঙে গুড়িয়ে দিয়ে গেল। অথচ সাগরের অভিযোগ এইকাজ সে একা করেনি। বাদবাকি বহু দোকানদার করেছেন। কিন্তু তারা রয়েছেন বহাল তবিয়তে। একা সাগরকেই ভুগতে হল। দিতে হল বড় মাশুল। শেষে কিনা দোকানের ক্ষতি হয়ে গেল।

 

সাগরের আফশোস তাঁর সাথেই নাকি এতো কিছু হয়ে আসছে। অন্য কাউকে তাঁর মতো ভুগতে হয়নি কখনও। বুক চাপা কষ্ট যেন গিলে খাচ্ছে রোজ। কিন্তু মুখ বুজে সাগর লড়াই করে চলেছে। কান্না ভেজা গলায় সীগর বলেন এভাবে আর কতদিন। কারোর ক্ষতি না করেই দিনের পর দিন ভুগতে হচ্ছে। তাঁর সব কাজেই সমস্যা বাড়ছে আশপাশের সকলের। কোন ভুল করেছেন সাগর। নাকি অসহায়কেই আঘাত করতে এই পৃথিবীর একটা বড় অংশ মজা পায়। এই প্রশ্নের উত্তর নেই কারোর কাছে।

https://fb.watch/sSDq3CZwvG/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version