Adrit-Kaushambi: কোথায় হচ্ছে আদৃত-কৌশাম্বির বিয়ে? বাড়ির ভাড়া শুনলে চমকে যাবেন

।। প্রথম কলকাতা ।।

 

Adrit-Kaushambi: কোথায় হচ্ছে আদৃত-কৌশাম্বির বিয়ে? বিলাসবহুল এই বিয়ে বাড়ির ভাড়া আকাশ ছোঁয়া। শুধু ভেন্যু বুক করতে কত টাকা খরচ করেছেন হবু বউ? নায়িকার বিয়ে বলে কথা। খাবারের আয়োজন এলাহি। মেনুতে কী কী রয়েছে? কৌশাম্বি কি একাই টাকা দিলেন? নাকি আদ্রিতের ও হাফ। সৌমিতৃষাকে কি দেখা যাবে বিয়ের মন্ডপে? আর মাত্র কয়েক ঘণ্টা। চার হাত এক হবে আদৃত কৌশাম্বির।

 

এখন বিয়ের অন্তত এক বছর আগে থেকে ভেন্যু বুক করে নিতে হয়। রামরাজাতলার এক নামী ব্য়াঙ্কোয়েটে তাঁদের জমকালো বিয়ের আসর বসবে। জানা যাচ্ছে এটি হাওড়া জেলার অন্যতম সেরা ব্য়াঙ্কোয়েট। তবে এই ব্য়াঙ্কোয়েট বুক করার খরচ শুনলে অবাক হবেন। ভেন্যু, ডেকোরেশন এবং মেনু সবমিলিয়ে ৩০০ জনের জন্য। এখানে খরচ হবে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। তারমানে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে এই ব্যাংকুয়েট বুক করতে হয়েছে। খাবার মেনুর জন্য প্রত্যেক প্লেটে মাথাপিছু খরচ হবে হাজার থেকে বারোশো টাকা। তার মধ্যে এখানে শুধু নিরামিষ প্লেটেরই। খরচ ১৫০০ থেকে ১৮০০ টাকা।  কৌশম্বি আগেই জানিয়েছিলেন তাঁর বিয়েতে তাঁর প্রিয় খাবার বিরিয়ানি আর ফিশ ফ্রাই মাস্ট। এছাড়া ভেন্যুর অন্দরমহলে ফুলের সাজ থাকবে দেখার মতো।

 

কেউ চাইলে এই ডেকোরেশন নিজের পছন্দমত কাস্টমাইজ-ও করাতে পারেন। তবে তার জন্য বাড়তি টাকা খরচ করতে হবে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে আদৃত-কৌশাম্বির বিয়ের কার্ড। আর এবার প্রকাশ্যে এল তাঁদের বিয়ের মেনু। ৯ মে বিয়ের পর আগামী ১১তারিখেই বসছে নব দম্পতির রিসেপশন। যা অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ কলকাতার এক নামি ক্লাবের ব্য়াঙ্কোয়েটে। আপাতত সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিয়ের সাজে কেমন দেখতে লাগবে আদৃত আর কোশাম্বিকে তা দেখার জন্য।

 

সিদ্ধার্থ মোদক পর্দায় বহুবার বিয়ে করেছেন, কিন্তু এবার বাস্তবে ছাদনা তলায় যাচ্ছেন আদৃত। তার আগে মিঠাই পরিবারের জম্পেশ রিইউনিয়ন হয়ে গিয়েছে। তবে এই ঘরোয়া সেলিব্রেশনে দেখা মেলেনি মিঠাইরানি মানে সৌমিতৃষা কুণ্ডুর। আদৃত-কৌশাম্বির সঙ্গে সৌমিতৃষার মন কষাকষির খবর কারুর অজানা নয়। মুখে স্বীকার না করলেও সিরিয়াল শেষ হওয়ার আগে থেকেই বিরাট দূরত্ব তৈরি হয়েছিল নায়ক-নায়িকার।

 

একটা সময় ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই। শুধু পপুলারই নয়, একটানা দীর্ঘদিন বেঙ্গল টপার হিসাবে প্রথম স্থান দখল করে রেখেছিল। মিঠাইয়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন আদৃত রায়। আর দিদিয়ার চরিত্রে ছিলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। ধারাবাহিক শেষ হওয়ার পর পর্দার ভাই-বোনের বিয়ে নিয়ে বিস্তর চর্চা হয়। একে অপরের জন্মদিনে ছবি পোস্ট করতেই সেই প্রেমচর্চা উসকে যায়। জল্পনা আরও জোরদার হয় সেই সম্পর্ক এবার পরিণতি পেতে চলেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version