।। প্রথম কলকাতা ।।
Sikkim Flash Flood: তিস্তার ধ্বংসলীলায় হাহাকার। খরস্রোতা নদীতে হড়পা বান। তিস্তার গর্ভে তলিয়ে যাচ্ছে জাতীয় সড়ক। প্রাকৃতিক বিপর্যয়ের পর কেমন রয়েছে সিকিম? শুক্রবারও তোলপাড় হতে পারে বাংলা! কোন কোন জেলায় অশনি সংকেত? অকাল বর্ষণ যেন সর্বনাশ! ঘড়ির কাঁটা যত সামনের দিকে এগোচ্ছে, ততই সিকিমে বাড়ছে নিখোঁজের সংখ্যা। অনেকেই কোনও কিছু ঘর থেকে নিয়ে যেতে পারেন নি ডুবে আছে গাড়ি। ভেঙেছে প্রচুর বাড়ি। প্রকৃতির রোষে তছনছ সিকিমের বিস্তীর্ণ প্রান্ত। মেঘভাঙা বৃষ্টির জেরে সিকিমের পাহাড়ি পথ যেন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। আচমকা হড়পা বাণ নেমে নিখোঁজ সেনা-জওয়ান থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সময় যত এগোচ্ছে ততই যেন আরও বেশি আতঙ্ক দানা বাঁধছে।
সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গও। উত্তরবঙ্গেও তিস্তার পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়িতে নদীর পলি, শহরের রাস্তা থেকে গাড়ি তিস্তার পলির স্তরে ঢাকা। কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার একমাত্র রাস্তার বর্তমান অবস্থা পুরোপুরি অচল। এরপরেও আবহাওয়ার কোন অশনি সংকেত শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস? প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির ফলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ধস নামার চান্স সবথেকে বেশি। নদীর জলস্তর বাড়তে পারে। উত্তর এবং দক্ষিণ দুইবঙ্গেই। নিচু এলাকায় জল জমতে পারে। নদীর প্লাবনের সম্ভাবনা রয়েছে। শষ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা জারি।
ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। নিম্নচাপ ধীরগতিতে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর পলি সরতেই তার তলা থেকে উঁকি দিচ্ছে বাড়ির ধ্বংসাবশেষ থেকে গাড়ি। উত্তরবঙ্গে তিস্তা যা নদীগর্ভে গিলে রেখেছিল পলি সরতে তার ভয়াবহতা প্রকাশ্যে এসেছে। ওদিকে ২৪ ঘণ্টা পরেও শান্ত হয়নি সিকিম। রাজ্যের বিভিন্ন এলাকায় ধস নামছে ক্রমাগত। বৃহস্পতিবার সকালেও বড়সড় ধস নেমেছে রাজ্যের ২৯ মাইল এলাকায়। ধসের ফলে ১০ নম্বর জাতীয় সড়ক এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এই ক্ষততে প্রলেপ দিয়ে কবে ফের স্বাভাবিক হবে পরিস্থিতি। অপেক্ষার প্রহর গুনছে বিপর্যস্ত মানুষ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম