Durga Puja 2024: আগামী বছর দুর্গাপুজো কবে শুরু? ছুটি বাড়ছে না কমছে জানেন

।। প্রথম কলকাতা ।।

Durga Puja 2024: এ বছর পুজো হচ্ছে অনেক দেরিতে। রাতে একটু শীত শীত আমেজও মিলছে। সেই হাঁসফাঁস করা গরম নেই।পুজো দেরিতে হলে বৃষ্টিতে তাপণ্ড হওয়ার আশঙ্কাও কমে যায়। অনেকেরই মনেই তাই প্রশ্ন, আগামী বছর পুজো কখন হচ্ছে। অনেকেই পুজোয় বেড়াতে যান। তাঁদের তাই জানার ইচ্ছে থাকে, আগামী বছর ছুটি বাড়ছে না কমছে?এবারের দুর্গাপুজো এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।এরই মধ্যে আগামী বছরের দুর্গাপুজো নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পুজোর ছুটি নিয়েও আলোচনা চলছে।এবারের দুর্গাপুজো পড়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে।আশ্বিনের শারদপ্রাতে মহালয়া হলেও, আসল পুজো কিন্তু হচ্ছে কার্তিক মাসে ।তবে আগামী বছরের দুর্গাপুজো কিন্তু এত দেরিতে হবে না।

২০২৪ সালে মহালয়া হবে ২ অক্টোবর।পঞ্চমী পড়ছে ৮ অক্টোবর।

পরদিন ৯ অক্টোবর ষষ্ঠী।

১০ অক্টোবর সপ্তমী।

১১ অক্টোবর মহাষ্টমী।

১২ অক্টোবর মহানবমী।

১৩ অক্টোবর দশমী।

পঞ্চমী পড়েছে মঙ্গলবার এবং দশমী রবিবার। ফলে এবারের মতো দীর্ঘ সপ্তাহান্ত হচ্ছে না। ছুটির দিন কমে যাচ্ছে। এমনিতেই মহালয়ার দিন মহাত্মা গান্ধীর জন্মদিবস হওয়ায় জাতীয় ছুটি। ফলে একটি নিশ্চিত ছুটির দিন নষ্ট হতে চলেছে। দশমীও রবিবার পড়ায় ছুটি নষ্ট হচ্ছে। আগামী বছরের লক্ষ্মীপুজো পড়ছে ১ নভেম্বর।সেদিন পড়েছে শুক্রবার। ফলে শনিবার ও রবিবার সহ টানা তিনদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। তবে তাতেও মহালয়ার দিন গান্ধী জয়ন্তী এবং সপ্তাহের শেষে অষ্টমী, নবমী, দশমী পড়ার আফশোস দূর হচ্ছে না। অতীতে দুর্গাপুজো শুরু হত ষষ্ঠীর দিন। চলত দশমী পর্যন্ত। কিন্তু গত ২ দশকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ধরন বদলে গিয়েছে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তৃতীয়ায় পুজো উদ্বোধন শুরু করে দেয়। এরপর অন্যান্য পুজো উদ্যোক্তারাও একই পথে হাঁটতে শুরু করে দেন। ফলে পশ্চিমবঙ্গে দুর্গাপুুজো এখন আর ৫ দিনে সীমাবদ্ধ নেই। ১০ দিনেরও বেশি সময় ধরে চলছে শারদীয়া উৎসব। বুধবার চতুর্থী থেকেই ভিড় সামলানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ।দুর্গাপুজো পরিক্রমায় বেরনো মানুষের সুবিধার জন্য কলকাতা পুলিশের ফেসবুক পেজে বিভিন্ন মণ্ডপে ভিড়ের তথ্য জানানো হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন মণ্ডপে প্রবেশ করার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, সেটা আগামী এক সপ্তাহ ধরে জানিয়ে দেওয়া হবে।

মধ্যরাতের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভিড় মধ্যে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারে। এখানে মণ্ডপে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে ১৫ মিনিট। উত্তর কলকাতার টালা প্রত্যয় দ্বিতীয় স্থানে। এখানে মণ্ডপে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে ১২ মিনিট।এরপরেই আছে দেশপ্রিয় পার্কে। দক্ষিণ কলকাতার এই মণ্ডপে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে ১১ মিনিট। যুগ্মভাবে চতুর্থ স্থানে দক্ষিণ কলকাতার শিবমন্দির ও নাকতলা উদয়ন সংঘ। এই ২ মণ্ডপে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে ১০ মিনিট করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version