Anupam Hazra: শাহ-নাড্ডা ফিরতেই পদ খোয়ালেন অনুপম, ফেসবুকে বোমা ফাটিয়ে লিখলেন “সব আগের মত “..

।। প্রথম কলকাতা ।।

Anupam Hazra: দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে বনিবনা হচ্ছিল না অনুপম হাজরার। বিভিন্ন ইস্যুতে বেসুরো গাইছিলেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় সত বিজেপি কর্মীদের কোনঠাসা করে রাখা হয়েছে বলে বারে বারে অভিযোগ করে এসেছেন অনুপম হাজরা। সম্প্রতি লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচির অনুষ্ঠানেও দুর্নীতি হয়েছে বলে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। আর এই সব বিতর্কের আবহেই বিজেপির কেন্দ্রীয় পদ থেকে তাই তাঁকে সরিয়ে দেওয়া হল। বিজেপির মহাসচিব অরুণ সিং এক বিজ্ঞপ্তি জারি করে জানান, সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশেই সরানো হয়েছে অনুপম হাজরাকে।

দলের শীর্ষ নেতৃত্ব পদক্ষেপ করলেও চুপ করে বসে থাকার পাত্র যে তিনি নন তা ফের একবার স্পষ্ট করলেন তিনি। পদ খোয়ানোর পরই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন তিনি। অনুপম লিখেছেন, ‘‘দল বলেছে, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো।’’ অনুপমের দাবি, শর্তসাপেক্ষে তাঁকে বিজেপির সর্বভারতীয় সম্পাদকের পদ ফিরিয়ে দিতে চেয়েছেন বিজেপি নেতৃত্ব।

দীর্ঘদিন ধরেই ‘চোরমুক্ত বিজেপি চাই’ বলে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন চালাচ্ছেন অনুপম হাজরা। লক্ষ কন্ঠে গীতাপাঠ কর্মসূচীতে অনুপমের মন্তব্যকে ভালোচোখে দেখেনি দল। সেই কারণেই গতকাল শাহ-নাড্ডার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই রীতিমতো ‘বেসুরো’ হয়ে উঠেছিলেন অনুপম। স্রেফ রাজ্য নেতৃত্বের সমালোচনা নয়, বোলপুর তৃণমূলের ধরনা মঞ্চের সামনেও চলে গিয়েছিলেন। বেশ কয়েকদিন ধরেই দলকে অস্বস্তিতে ফেলার মতো মন্তব্য করে চলছিলেন অনুপম। সব কিছু একসঙ্গে জড়ো করে যেন অপেক্ষা করছিল বিজেপির শীর্ষ নেতারা। সুযোগ বুঝে কোপ মারা হল শাহের বৈঠকের পরই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version