Bengali serial: শিমুলের শাশুরি এবার কী করবে? কার কাছে কই মনের কথায় ধামাকা পর্ব

।। প্রথম কলকাতা ।।

 

Bengali serial: কার কাছে কই মনের কথায় এল মোড় ঘোরানো পর্ব। প্রতীক্ষার বিরুদ্ধে গিয়ে শিমুলের শাশুড়ি নিলেন বিরাট সিদ্ধান্ত। তীর্থর চিকিৎসার জন্য প্রয়োজন ১০-১৫ লাখ! কোন উপায়ে জোগাড় করবে শিমুল-পুতুল? দুঃশ্চিন্তার মাঝেই বড়সড় ঘোষণা করলেন মধুবালা দেবী। ঠিক কী দেখানো হচ্ছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে?আবার কোন নতুন মোড় এল সিরিয়ালটিতে? টিভির আগেই ফাঁস কার কাছে কই মনের কথার নয়া ট্র্যাক। দেরি না করে ঝটপট দেখে নিন।

 

কার কাছে কই মনের কথা এখন জমজমাট। একটার পর একটা মোড় ঘোরানো পর্ব আসছে সিরিয়ালটিতে। বলা ভালো, একসাথে ঘটছে নানা ঘটনা। একদিকে তীর্থ ভয়ঙ্কর অসুস্থ, অন্যদিকে বেঁকে বসেছে মধুবালা দেবী। প্রতীক্ষার উস্কানিতে শিমুলের সবেতেই এখন দোষ খুঁজে পাচ্ছে সে। আর তার মাঝেই ঘটে গেল বড় অঘটন। শিমুলের শাশুড়ি নিয়ে বসল বিরাট সিদ্ধান্ত। এক বড় টুইস্ট এল কার কাছে কই মনের কথায়।

 

ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে, তীর্থ এখন চরম অসুস্থ। হাবাগোবা পুতুল যে কোথায় যাবে খুঁজেই পাচ্ছেনা। তার একমাত্র বউ শিমুল ছাড়া আর কাউকেই ভরসা করতে পারছেনা সে। এদিকে চিকিৎসকরা জানাচ্ছেন, তীর্থর শারিরীক অবস্থা খুবই খারাপ। এখন আর সাড়াটুকুও দিচ্ছেনা সে। এমন পরিস্থিতিতে ভরসা কেবল ঈশ্বর।

 

তবে তাকে যে একেবারেই সারিয়ে তোলা যাবেনা সেটা কিন্তু নয়। একটা উপায় তো আছে, কিন্তু সেটা খরচ সাপেক্ষ। ঠিক কত টাকা খরচ হবে? চিকিৎসকরা শিমুল পরাগদের জানান, খরচের পরিমাণ অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকা। এখন কোথা থেকে আসবে এত টাকা? এটা তো শিমুলও জানেনা। তবে যেভাবেই হোক টাকার ব্যবস্থা সে করবেই। হাসপাতালেও বলে, যাই হয়ে যাক না কেন, তীর্থর চিকিৎসা যাতে বন্ধ না হয়। আপনার কী মনে হয়, কোথা থেকে টাকা জোগাড় করবে শিমুল?

 

ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, পুতুল গান গেয়ে এবং শিমুল লোন নিয়ে টাকা রোজগারের চেষ্টা করে। তবে কেবল এই চিন্তাই তো নয়। অন্যদিকে চলছে প্রতীক্ষার শয়তানি বুদ্ধি। তবে মন্দের ভালো এই যে, এখন অন্তত মধুবালা একটু বুঝতে শিখেছে।‌ ছেলে বৌমার সাথে সাথ দিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সে। জামাইকে বাঁচাতে এক কথায় বাড়ি বন্ধক দেওয়ার কথা বললেন মধুবালা দেবী।

 

তবে প্রতীক্ষাকে কি আর থামানো যায়। তীর্থ সুস্থ হয়ে না ফিরলেও কিচ্ছু যায় আসেনা তার। বাড়ি সে বন্ধক দিতে দেবেনা। উল্টে প্রতীক্ষা তো এটাও বলবে যে, এই বাড়ি বন্ধকের ব্যাপারটা নাকি শিমুলের প্ল্যান। বকলমে সে নিজেই কিনতে চাইছে বাড়িটা। যদিও এবার আর মধুবালাকে টলাতে পারেনি সে। প্রতীক্ষার সমস্ত আপত্তি সত্ত্বেও বাড়ি বন্ধকের সিদ্ধান্তেই অনড় থাকবে মধুবালা। এখন দেখার বিষয় এটাই যে, তীর্থ সুস্থ হয়ে বাড়ি ফেরে কি না।

 

https://www.facebook.com/share/v/FwqJ8Ljdcf5q8u1R/?mibextid=oFDknk

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version