Maha Shivratri 2023: মহা শিবরাত্রির উপোস করলে কী কী খাওয়া উচিত? জেনে নিন, উপবাসে কী করতে হয়?

।। প্রথম কলকাতা।।

Maha Shivratri 2023: দেব-দেবীদের মধ্যে তিনি থাকেন সবার উপরে। তাঁর ভক্ত সব জায়গায় ছড়িয়ে। তিনি হলেন দেব-দেবী কুলের রাজা। জনমানসে বিশ্বাস রয়েছে যে, তাঁর আরাধনা করলে পাওয়া যাবে ভালো বর। তাই শিবরাত্রিতে (Shivratri) বেশিরভাগ অবিবাহিতা মেয়েদেরকেই উপোস করতে দেখা যায়। এমনকি বলা হয়, তাঁর মত বর পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। যদিও সবটাই আস্থা-বিশ্বাসের থেকে, তাও শিবরাত্রিতে ভালো বর চেয়ে ভোলে বাবার (Mahadev) মাথায় জল ঢেলে থাকেন অধিকাংশ মেয়েই। চলতি বছরে মহা শিবরাত্রি ১৮ ফেব্রুয়ারি পালিত হবে। এই দিন পুরো উপবাস থেকে চার প্রহরে শিবের পূজা করা হয়। যার প্রস্তুতি একদিন আগে থেকেই নিতে শুরু করেন ভক্তরা।

মহা শিবরাত্রির (Maha Shivratri) আগের দিন সাত্ত্বিক ভোজন করতে হয়। উপবাস করতে গেলে কী কী করতে হয় তা জানা আছে? যদি না জেনে থাকেন, তাহলে জেনে নিন-

মহা শিবরাত্রির উপবাসে কী কী খাওয়া উচিত?

এদিনে কলা, কমলালেবু, আপেল, বেদানা ইত্যাদি জাতীয় ফল খাওয়া যেতে পারে। তবে চা একদমই পান করা চলবে না। দুধ জাতীয় কোনও শরবত বা দুধ খাওয়া যেতে পারে।

অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এদিন মহাদেবের আরাধনা করলে ফল অবশ্যই পাওয়া যায়। বলা হয়, শিব চতুর্দশীর বিশেষ গুরুত্ব রয়েছে। তাঁকে আরাধনা করার এর থেকে শ্রেষ্ঠ দিন আর কিছু হতে পারে না। এই দিন নানাভাবে ভক্তরা শিবের আরাধনা করে থাকেন। শিবরাত্রির সঙ্গে প্রচলিত রয়েছে নানা কথা। পুরাণ অনুযায়ী, দেবী পার্বতীর সঙ্গে এই দিনে মহাদেবের মিলন হয়েছিল। আবার কোথাও শোনা যায়, এই দিন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। এই দিন উপবাস করা ভালো মনে করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version