Mahashivratri 2023 : কাল সর্পদোষে ভাগ্যও দেয় না সঙ্গ, বিশেষ উপায়ে মুক্তি মিলবে মহাশিবরাত্রিতে

। প্রথম কলকাতা।।

Mahashivratri 2023 : যেকোনো ব্যক্তির কোষ্ঠীর সবথেকে অশুভ দশা গুলির মধ্যে একটি হল কাল সর্পদোষ ( Kaalsarp Dosh) । বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই কাল সর্পদোষের প্রভাবে যে কোন জাতকের জীবন কন্টকময় হয়ে উঠতে পারে। সাফল্য বেরিয়ে যেতে পারে রীতিমতো গা ছুঁয়ে । কাল ঘাম ছোটানো পরিশ্রমের পরেও সাফল্যের সিঁড়ি চড়া সম্ভব হয় না । আর তার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে থাকে আর্থিক ক্ষতি এবং অশান্ত মন। এই কাল সর্পদোষের এমন অশুভ প্রভাবের কারণে স্বাভাবিকভাবেই জনমনে এটিকে নিয়ে একটি ভীতি সৃষ্টি হয়েছে। কিন্তু জ্যোতিষ শাস্ত্র ( Astrology) বলছে, কাল সর্পদোষ থেকে যে কোন জাতক মুক্তি পেতে পারেন।

হাতে গোনা আর কয়েকদিন পরেই মহা শিবরাত্রি তিথি ( Maha Shivratri)। সেই তিথিতে যদি মহাদেবের আরাধনা করা যায় নিষ্ঠাপূর্ণ মনে তাহলে অবশ্যই শুভ ফল মিলবে। যেহেতু মহাদেবের সঙ্গে সর্পকূলের একটা বিশেষ সংযোগ রয়েছে , তাছাড়া ভগবান শিবের গলায় নাগদেবতার জড়িয়ে থাকার ছবি দেখেননি এমন মানুষ নেই বললেই চলে। তাই পুরাণ বর্ণিত এই সংযোগের উপরেই ভরসা রাখা হয় মহা শিবরাত্রিতে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী , মহা শিবরাত্রিতে যদি কেউ বিশেষ কয়েকটি পন্থা অবলম্বন করেন এবং সেই নির্দিষ্ট নিয়ম মেনে ভগবান শিবের আরাধনা করেন তাহলে কাল সর্পদোষ থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়।

* কাল সর্পদোষের প্রভাব

কোন ব্যক্তি যদি কাল সর্পদোষে আক্রান্ত হন তাহলে তাঁর মধ্যে মানসিক চাপ এবং কষ্ট ক্রমশ বাড়তে থাকে । শিক্ষাক্ষেত্র-কর্মক্ষেত্রে বাধা এসে উপস্থিত হয়। ভবিষ্যতে সাফল্যের পথ ক্রমশ সংকুচিত হতে থাকে। বহু চেষ্টা করেও ভালো চাকরি জোগাড় করা সম্ভব হয় না। ব্যবসায় বেশি অঙ্কের মুনাফা লাভ করাও যায় না। মনের মধ্যে সব সময় নেতিবাচক চিন্তাভাবনা আনাগোনা করে । অনেক সময় কাল সর্পদোষে আক্রান্ত জাতকরা কোন কাজে চেষ্টা করার আগেই পরাজয় স্বীকার করে নেন । কোন মহিলার জন্মছকে যদি কাল সর্পদোষ থাকে তাহলেও তিনি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন।

* কীভাবে মিলবে মুক্তি ?

আগামী মহা শিবরাত্রি তিথিতে অন্তত দুবার মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এই তিথিতে জপ করুন একটি বিশেষ মন্ত্র ‘ ওম নাগকুলায় বিদমাহে বিষদন্তায়ও ধিমাহি তন্নো সর্প প্রচদোয়ৎ’। শিবরাত্রিতে যারা উপবাস রেখে ভগবান শিবের পুজো করেন এবং নিজের মনস্কামনা জানান তাদের ওপরেও মহাদেবের কৃপাদৃষ্টি বর্ষিত হয়। এছাড়া এই মহা শিবরাত্রির তিথিতে যদি কেউ উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দির কিংবা নাসিকে অবস্থিত ত্রিম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গতে গিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করতে পারেন তাহলে কাল সর্পদোষ জন্মছক থেকে বিদায় নেয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version