।। প্রথম কলকাতা ।।
Maha Shivratri 2023: ২০২৩ এর মহা শিবরাত্রি (Maha Shivratri) একটু বিশেষ হতে চলেছে। এবছর শিবরাত্রি পড়েছে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে। দিন পড়েছে শনিবার। পুজোর নিশীথ কাল থাকবে এই দিন রাত ১২টা ৯ মিনিট থেকে ১২টা ৫৯ মিনিট পর্যন্ত। ব্রত ভঙ্গের সময় ১৯শে ফেব্রুয়ারি রবিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে দুপুর ৩টে ২৬মিনিটের মধ্যে। এমনি থেকেই শিবরাত্রির জন্য শনিবার বিশেষ একটি দিন। তার উপর এই দিন রয়েছে শনি প্রদোষ ব্রত। এই সুন্দর সংযোগে তৈরি হবে পুত্র প্রাপ্তি যোগ। যাদের সন্তান নেই কিংবা সন্তান লাভের ক্ষেত্রে নানান বাধা তৈরি হচ্ছে তাদের কাছে এই শিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মহিলা প্রতিবছর মহা শিবরাত্রির (Maha Shivratri) জন্য অপেক্ষা করেন। শিবভক্তরা সারা রাত জেগে জল গ্রহণ পর্যন্ত না করে শিবের মাথায় জল ঢালেন। রাতের বিভিন্ন প্রহরে দেবাদিদেবের মাথায় অর্পণ করা হয় ফল এবং ফুল। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিন সমস্ত নিয়ম মেনে ভক্তি ভরে শিবের আরাধনা করলে সংসারে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। অবিবাহিত মেয়েরা নিজের পছন্দের গুণবান বর পান। শুধু তাই নয়, দাম্পত্য সম্পর্কে প্রেমের মান বৃদ্ধি পায়। শিবরাত্রি ব্রত পালনকে অত্যন্ত কঠিন একটি ব্রত বলে মনে করা হয়। এই দিনের সাথেই জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ধারণা। মনে করা হয়, মহা শিবরাত্রির দিন শিবের মাথায় নির্দিষ্ট কিছু ফুল একেবারেই অর্পণ করা চলে না। যদি কেউ করেন সেক্ষেত্রে ফললাভের পরিবর্তে উল্টো ঘটনা ঘটতে পারে।
মহাশিবরাত্রিতে পালিত হয় শিব এবং দেবী পার্বতীর বিবাহ উৎসব। বিশেষ করে এই দিন ভুলেও ভগবান শিবের প্রতি কুমকুম তিলক ব্যবহার করবেন না। অন্যান্য ফুল নিবেদন করলেও তুলসী পাতা এড়িয়ে যাবেন। এইদিন শঙ্খ দিয়ে দেবাদিদেবের মাথায় জল অর্পণ করবেন না। পাশাপাশি হলুদ ব্যবহার এড়িয়ে চলবেন। বিশেষ করে খেয়াল রাখবেন মহা শিবরাত্রিতে যেন ভগবানের উদ্দেশ্যে এই ৫টি ফুল নিবেদন করা না হয়। ফুলগুলি হল-
১.কেতকি
২. করবী
৩.পদ্ম
৪.চম্পা
৪.কেওড়া
কেতকী ফুল কেন শিবের উপাসনা ব্যবহার করা হয় না। এই নিয়ে একটি প্রচলিত কাহিনী রয়েছে। ব্রহ্মা ও বিষ্ণু একবার শিবের স্তম্ভের শেষ খুঁজতে শুরু করেন। ব্রহ্মা স্তম্ভের উপরের প্রান্ত খুঁজতে গেলেন , বিষ্ণু নীচের প্রান্ত খুঁজতে গেলেন। ভগবান বিষ্ণু শিবকে এসে জানান তিনি কোন শেষ খুঁজে পাননি, অথচ ব্রহ্মা যখন উপরে গেলেন, তিনি সেখানে এক জায়গায় কেতকীকে দেখতে পেলেন। কেতকীকে মিথ্যে বলতে বললেন। ব্রহ্মা ফিরে এসে বললেন, তিনি শেষ খুঁজে পেয়েছেন। এর জন্য কেতকী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে শিব কেতকীকে পুজো থেকে বের করে দেন। সেই থেকে শিব পুজোয় কেতকি ফুল দেওয়া হয় না। ভগবান শিব এমন এক দেবতা যিনি শুধুমাত্র বেলপত্র নিবেদন করলেই প্রসন্ন হন, তবে তাঁর পুজোয় তুলসি পাতা ব্যবহার করবেন না। ভগবান শিবকে নারকেল দিয়ে অভিষেক করা উচিত নয় এবং শঙ্খ দিয়ে জল দেওয়া উচিত নয় বলে মনে করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম