Maha Shivratri 2023: শুভ যোগ এবারের মহা শিবরাত্রিতে, চার প্রহরের কোন সময় করবেন পুজো ?

।। প্রথম কলকাতা ।।

Maha Shivratri 2023: শিব উপাসকদের কাছে বছরের সবথেকে বড় উৎসব হল এই মহা শিবরাত্রি (Shivratri) ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই দিনটি পঞ্জিকা মতে প্রতিবছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয়। মূলত এই দিন স্বামীর দীর্ঘায়ু কামনা করে এবং শিবের মতো জীবনসঙ্গী পাওয়ার আশায় উপবাস এবং ব্রত পালন করে থাকেন মহিলারা। তবে পুরুষরাও শিবরাত্রির উপোস করেন। চলতি বছরে শিবরাত্রি হল ১৮ ফেব্রুয়ারি। তার উপরে আবার এই তিথিতেই শনি প্রদোষ ব্রত পড়েছে। তাই মহা শিবরাত্রির (Maha Shivaratri) মাহাত্ম্য আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

হিন্দু ধর্ম শাস্ত্র মতে, শিবরাত্রির দিনটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে, এই দিনেই বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হয়েছিল। শিবরাত্রিতে একই দিনে চার প্রহরের বিভিন্ন সময় পুজো করার নিয়ম প্রচলিত রয়েছে। চলুন জানা যাক চলতি বছরের মহা শিবরাত্রির চার প্রহরের পুজোর সময়:

চার প্রহরের পুজোর গুরুত্ব :

জ্যোতিষশাস্ত্র মতে, চার প্রহরে যদি মহা শিবরাত্রির দিনে কেউ ভগবান শিবের পুজো করেন তাহলে জীবনে সুখ শান্তি বজায় থাকে। নেতিবাচকতা দূরে যায় । ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয় দ্বিতীয় প্রহরে ভগবান শিবকে দই নিবেদন করতে হয়। এতে সন্তানের সুখ মেলে এবং বিবাহিত জীবনে সুখ আসে। তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে অভিষেক করা হয় ঘি দিয়ে। এতে অর্থ ও ধনসম্পদ লাভের পথ উন্মুক্ত হয়। উন্নতি হয় চাকরি এবং ব্যবসাতে। আর সর্বশেষ চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবকে স্নান করানো হয়, যা সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে।

মহা শিবরাত্রির এই চার প্রহরের মধ্যে কেউ কেউ একটি প্রহরে পুজো করেন আবার কেউ যার চার প্রহরেই পুজো করেন। শাস্ত্র অনুযায়ী, মহা শিবরাত্রি তিথিতে ভগবান শিবের পুজো করা উচিত। সন্ধ্যা নামার পরে আর ব্রত সমাপ্ত করে ফেলতে হয় সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি শেষ হওয়ার মধ্যে। যদিও এটা নিয়ে মতান্তর রয়েছে। অনেকের ধারণা চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পরেই ব্রত ভঙ্গ করা উচিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version