Nita Ambani: কোন সিক্রেটে ৬০ বছর বয়সেও যৌবন ধরে রেখেছেন নীতা আম্বানি? শুনলে অবাক হবেন

।। প্রথম কলকাতা ।।

 

Nita Ambani: ৬০ বছর বয়সেও নিজের যৌবন কীভাবে ধরে রেখেছেন নীতা আম্বানি? সেই সিক্রেট জানেন নীতার মেকআপ আর্টিস্ট। বলিউডের সবচেয়ে দামী রূপটান শিল্পী। আপনার এক বছরের স্যালারি মিকির একদিনের রোজগার। মুকেশ পত্নীর মেকআপ আর্টিস্ট ম্যাজিক জানেন। বলিউডের এক নম্বর মেকআপ আর্টিস্ট মিকি
নীতার থেকে কত টাকা নেন ? শাড়ি কিংবা লেহঙ্গা, চুড়িদার হোক কিংবা ইন্দো-ওয়েস্টার্ন গাউন বেশি ফাউন্ডেশন নয়, আই শ্যাডো নয়, মুকেশ পত্নীকে এই বিশেষ কায়দায় মেকআপ করে থাকেন বলিউডের মিকি। কেন মুকেশ পত্নীর একেই এতো পছন্দ !

 

রিল্যায়েন্সের কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হোক কিংবা ছোট ছেলের প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান। নীতাকে সাজানোর দায়িত্বে থাকেন মিকি। এই সহজ সরল মানুষটাকে দেখলে বুঝবেনই না এতো গুণী। ভারতীয় সৌন্দর্যকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছেন। অল্প মেকআপে কীভাবে সুন্দর করে তোলা যায় তা হাতের মুঠোয় মিকির। মুম্বইয়ের বাসিন্দা, পরিবার নিয়ে সেখানেই থাকেন। শুধু নীতা আম্বানি নয়, মেয়ে ইশা আম্বানি থেকে তার পুত্রবধূ শ্লোকা আম্বানিরও মিকিকেই পছন্দ।

বলিউডের সবচেয়ে দামী মেকআপ আর্টিস্ট। যিনি নীতা থেকে বলিউডের সেলেবদের মেকআপ করতে চার্জ করেন ৭৫০০০ থেকে ১ লক্ষ টাকা। হম আপকে হ্যায় কওন, দিল তো পাগল হ্যায় থেকে কল হো না হো ,মাই নেম ইজ় খানের এর মতো ছবিতে রূপটানশিল্পী হিসাবে কাজ করেছেন। করিনা কপূর খান, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্যা রাই বচ্চন
অনুষ্কা শর্মারও মেকআপ আর্টিস্ট হয়েছেন। মিকি ১৯৯২ সালে তার বলিউড যাত্রা শুরু করেন। তার ক্লায়েন্ট ছিলেন কাজল এবং দুজনেই বেখুদি সিনেমার মাধ্যমে একসঙ্গে বলিউডে পা রাখেন।

 

কিন্তু প্রথম জীবনটা এরকম ছিল না। হেয়ার ড্রেসার হিসেবে টোকিওতে তার পথচলা শুরু। একদিন তিনি হেলেনের সাথে দেখা করেছিলেন। তিনিই বলিউডে যোগ দেওয়ার কথা বলেন। গোটা বিশ্বে যে সমস্ত ধনী ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন রিলায়েন্স জিওর কর্ণধার মুকেশ আম্বানি। তিনি সাদামাটা জীবনযাপন পছন্দ করলেও তাঁর স্ত্রী এবং সন্তানেরা কিন্তু রাজকীয় ভাবে থাকতেই বেশি পছন্দ করেন। নীতা আম্বানির জন্যই কোটি কোটি টাকা খরচ করতে হয় এই ধনকুবেরকে। তাঁদের বাড়ির কর্মচারীদের বেতন শুনলেই ঢোক গিলতে বাধ্য হন সাধারণ মানুষ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version