Crocodile: এ কি কান্ড! দরজায় কুমির? আতঙ্কে ঘুম উড়েছে কালনার বাসিন্দাদের!

।। প্রথম কলকাতা ।।

Crocodile: এ কি কান্ড! বাড়ির সামনে কুমির? তীব্র আতঙ্ক এলাকায়! কালনায় লোকালয়ের মধ্যে যা ঘটলো তা রীতিমত চোখ কপালে ওঠার জোগার! কুমির কান্ডে উত্তেজিত জনতা।কি এমন ঘটেছে? গভীর রাত তখন। দুয়ার এঁটে গোটা পাড়া ঘুমোচ্ছে। রাস্তার কুকুরগুলো ডেকে চলেছে উচ্চসরে। মনে হচ্ছে যেন সাক্ষাৎ যমের দেখা পেয়েছে। কুকুরের এমন ডাক শুনে জানলা খুলতেই চক্ষু চরক গাছ!১০ ফুট লম্বা এক কুমির দেখে রীতিমতো হৃদপিণ্ড ধড়পড় করতে শুরু করল বর্ধমানের বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে কালনার ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায়। সোমবার রাত ১১টা নাগাদ যখন স্থানীয় বাসিন্দারা নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন সেই সময়ই দেখা গেল আস্ত একটি কুমির। উঁকি ঝুঁকি মারছে এ বাড়ির দরজায় ওবাড়ির দরজায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

কুমির ডাঙা খেলার কথা শুনেছেন বহুবার। তবে সত্যি যে কুমির ডাঙায় ঘুরে বেড়ায়, তাও আবার পাকা রাস্তায় এই প্রথম জানলেন পালপাড়ার বাসিন্দারা। গভীর রাতে দুয়ারে কুমির ঘুম কেড়ে নেয় এলাকাবাসীর। এলাকাবাসীদের দাবি, তাঁরা জীবনে এই প্রথম লোকালয়ে কুমির দেখলেন। এই নিয়ে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। পরের দিন সকাল পর্যন্ত এ দোর ও দোর ঘুরঘুর করেছে প্রায় ১০ ফুট লম্বা এই কুমিরটি। সারারাত ঘুম নেই এলাকার বাসিন্দাদের চোখে। প্রত্যক্ষদর্শীদের নজরে বিষয়টি আসার পরেই তারা কালনা থানায় খবর দেন। পুলিশ খবর পাওয়া মাত্রই ফোর্স নিয়ে ওই এলাকায় হাজির হন। কোনও মানুষের যাতে ক্ষতি না হয় এবং কুমিরটিও যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা করা হয়।

পরিস্থিতি সামাল দিতে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় বনদফতরেও। তারা এসে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। সামনেই ভাগীরথী নদী। নদী সংলগ্ন গ্রাম পালপাড়া। মনে করা হচ্ছে সেখান থেকেই উঠে এসেছে এই কুমির। তবে রাতেরবেলা গ্রামবাসী ভয়ে উঁকিঝুকি মেরেই ক্ষান্ত থেকেছেন তিনি। ঙ্গলবার সকাল থেকে ভিড়। পুলিশ-বনদফতর দড়ি দিয়ে ঘিরে দিয়েছে যাতে কোনও বিপদ না ঘটে। লোকালয়ে কুমির চলে আসাটটা সত্যিই চিন্তার বিষয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version