Durga Puja 2023, Arrival- Departure: এবারে মা দুর্গার আগমন কীসে? শুভ না অশুভ জানুন

।। প্রথম কলকাতা ।।

Durga Puja 2023, Arrival- Departure: এবছর ঘোড়ায় আগমন দেবী দুর্গার ঘনিয়ে আসছে মহাবিপর্যয়। ঘোড়ায় আগমনে কাদের জন্য শুভ। কাদের জন্য অমঙ্গল হতে চলেছে? মায়ের গমন কীসে? এবছর দেবীর আগমন কালে কোন ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে হিন্দু শাস্ত্র? মা দুর্গার আগমন ও গমন কীভাবে ঠিক হয় জানেন? পাড়ায় পাড়ায় এবার বাঁশ বাঁধার পালা শুরু  হবে কদিন পর থেকেই। কাশফুলে সাজবে প্রকৃতি, আর সেই প্রকৃতিই জানান দেবে মা আসছেন। মায়ের আগমন আর গমনের ওপরে নির্ভর করে গোটা বছর কেমন কাটবে। এবছর কাদের জন্য শুভ আর কাদের জন্য অশুভ হতে চলেছে?

২০২৩ সালে দেবী দুর্গার আগমন ঘোটকে অর্থাৎ ঘোড়ায় যার ফল খুব একটা শুভ নয়। পঞ্জিকা মতে দেবীর আগমন ঘোটকে হওয়ায় তা অশুভ ইঙ্গিত দেয়। ফলে দেবীর আগমন কালে ধ্বংসের বার্তা রয়েছে। এছাড়াও দেবীর গমনও রয়েছে ঘোটকে যার ফলও শুভ বার্তা দিচ্ছে না। এমনটাই বলছেন পণ্ডিতরা। গত বছরের তুলনায় এ বার পুজো বেশি খানিকটা দেরিতে। পুজো শুরু হতে হতে প্রায় অক্টোবরের শেষ পর্যায়। প্রতি বছরের দুর্গাপুজোয় সপ্তমীর দিনটি সপ্তাহের কোন বারে পড়ছে তার ওপর নির্ধারিত হয় দেবী কোন বাহনে আসছেন, সেই বিষয়টি। চলতি বছরে দুর্গাপুজোর সপ্তমী পড়েছে শনিবার।

বলা হয় যে দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা খুব একটা শুভ ফল দেয় না। উৎসবপ্রিয় বাঙালির আশঙ্কা তবে কি এবার বৃষ্টি ভাসাবে দুর্গাপুজোর দিনগুলো? জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের জেরে প্রতি মুহূর্তে আবহাওয়ার মতি-গতি পালটে যাচ্ছে। আবহাওয়া কেমন থাকবে তা এখনই বলা যাচ্ছে না। দুর্গা পুজোর কদিন আগেই জানা যাবে। এবছর মহাষষ্ঠী- ২০ শে অক্টোবর শুক্রবার, বিজয়া দশমী- ২৪ শে অক্টোবর মঙ্গলবার পড়েছে।রথ থেকেই মোটামুটি পুজোর দিন গোনা শুরু হয়ে যায়। অনেক জায়গা সেদিন থেকেই প্রতিমার গায়ে মাটি পরে যায়। তবে যতই অশুভ ইঙ্গিত থাকুক না কেন মায়ের আগমনে যেন সব অন্ধকার কেটে যায়। সব ক্ষতি থেকে মা আমাদের এবারও রক্ষা করবেন এমনটাই বিশ্বাস ভক্তদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version