Bengali serial: কার কাছে কই মনের কথার শেষ পর্বে কী হতে চলেছে ? শিমুলের জীবনে সুখবর

।। প্রথম কলকাতা ।।

 

Bengali serial: ধামাকা দিয়ে শেষ হতে চলেছে কার কাছে কই মনের কথা। শিমুলের জীবনে আবার ঝড়। নাকি সুখের মুখ দেখবে? পলাশ আবার বিয়ে করবে নাকি! প্রতীক্ষার কী হবে জানেন? কার কাছে কই মনের কথায় তোলপাড় করা পর্ব আসতে চলেছে। শেষটাতেই বড় চমক। কী হতে চলেছে জানুন টিভির আগেই।

 

শেষ হলো ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের পথ চলা। পলাশ জেল থেকে ছাড়া পাবে। নিজের দোষে প্রতীক্ষা জেলে যাবে আবার। সবাই আলাদা আলাদা আবে সংসার শুরু করবে। আর কিছুদিন পরেই শিমুর মা হবে। কার কাছে কই মনের কথা শেষে দেখানো হবে শিমুল প্রেগন্যান্ট। এভাবেই গল্প শেষ হবে ধারাবাহিকের। এমনটাই জানা গেছে।

 

এক বছর ঘুরতে না ঘুরতেই দর্শকদের সঙ্গে মনের কথা বলা শেষ ‘শিমুল’,’বিপাশা’দের। তবে মনের কথা যে সহজে ফুরোয় না, বন্ধুত্বে কি আর ইতি টানা যায়? তাই শেষ হয়েও হইল না শেষ, তা ধারাবাহিকের শেষ দিনে দেখতে পাবেন দর্শকেরা। বদলে যাবে অনেক কিছু, সম্পর্কের সমীকরণ হোক বা কঠিন পরিস্থিতি, হাসিমুখে শেষ হওয়াই যে ধারাবাহিকের নিয়ম।

 

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল কার কাছে কই মনের কথা। ধারাবাহিকটি সম্প্রচারের শুরুতে নানা কারণে বিতর্কে জড়িয়েছিল। তবে সময়ের সঙ্গে বদলেছে গল্পের প্রেক্ষাপট। টিআরপি-তেও প্রথম দশে জায়গা করে নিয়েছিল শিমুল-পরাগের অন স্ক্রিন কেমেস্ট্রি। তবে, নতুন ধারাবাহিকের আগমনে সম্প্রচারের সময় পরিবর্তন হয়েছিল কার কাছে কই মনের কথা ধারাবাহিকের। সন্ধ্যা সাড়ে ছটায় প্রাইম টাইম হারিয়ে ফেলেছিল সিরিয়ালটি। সেই জায়গায় আসে জি বাংলার নতুন ধারাবাহিক অষ্টমী।

 

ঋতব্রতা, কৌশিক ও সপ্তর্ষীর গুতোয় শিমুল-পরাগের জায়গা হল রাত সাড়ে নটায়। তবে তাতেও কোন লাভ হলো না।6শেষ হচ্ছে কার কাছে কই মনের কথা, এই খবর সামনে আসার কয়েক ঘন্টার মধ্যেই আরও বড় ধামাকা নিউজ! একইসঙ্গে দুটো মেগা সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত চ্যানেলের। কার কাছে কই মনের কথা একা নয়, শেষ হচ্ছে অষ্টমীও।সপ্তর্ষি মৌলিক ও ঋতব্রতার দে-র এই মেগা শুরু হয়েছিল গত ৭ই এপ্রিল। সবে দু-মাস পূর্ণ করেছে অষ্টমী। এখনও প্রথম প্রোমোর ট্র্যাকই আসেনি অর্থাৎ গল্পে এখনও অন্ধ হয়নি নায়িকা অষ্টমী। অথচ তার আগেই সব শেষ।

https://fb.watch/sHXHct8osL/

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version