Churches in Kolkata: বড়দিনে গির্জায় যাব না তা কি হয়! রইল কলকাতার সেরা ৫টি চার্চের নাম

।। প্রথম কলকাতা।।

Churches in Kolkata: কলকাতার বুকে কি নেই! এই তিলোত্তমার আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাস। আর তার সঙ্গে মিশে রয়েছে ঐতিহ্য ও অতুলনীয় সংস্কৃতি। এখানের চার্চগুলি আধ্যাত্মিক কাঠামোর এক অনেক বড় অবিচ্ছেদ্য অংশ। বড়দিন প্রায় চলেই এসেছে‌। আর এই দিনটা কলকাতাবাসীর জন্য ছুটির দিন। ঘোরাফেরা, হই-হুল্লোড়, আড্ডা মারা, পেট পুরে খাওয়া-দাওয়ার দিন। বলতে গেলে, শুধু কলকাতায় নয় সারা বাংলা জুড়ে বড়দিন পালিত হয়। এটি খ্রিস্টানদের উৎসব হলেও, বাঙালিরা একে নিজের করে নিয়েছে। আর এই বড়দিনে চার্চে (Chaurch) যাওয়া হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। তাহলে জেনে নিন, কলকাতার সেরা ৫ টি চার্চের ঠিকানা-

সেন্ট পলস ক্যাথিড্রাল- ১৮৪৭-এ এই চার্চটি প্রতিষ্ঠিত হয়। কলকাতার সবচেয়ে বড় আইকনিক গির্জাগুলির মধ্যে St. Paul’s Cathedral হল একটি। দৈর্ঘ্য ২৪৭ ফুট, প্রস্থ ৮১ ফুট ও উচ্চতা ১৭৫ ফুট। সেই সময় এটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় পাঁচ লক্ষ টাকা। এর সৌন্দর্য সকলের বেশি দৃষ্টি আকর্ষণ করে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে সরাসরি যাওয়া যায় এখানে। এবারের বড়দিনে ঘুরে আসুন এই চার্চ থেকে।

আর্মেনিয়ান চার্চ- কলকাতার বুকে এই চার্চটি ১৭২৪ সালে নির্মিত হয়। এই শহরের প্রাচীনতম চার্চগুলির মধ্যে Armenian Church একটি। বছরের পর বছর ধরে এটি বহু পরিবর্তনের স্বাক্ষী থেকেছে। এই চার্চ শহরের একটি ল্যান্ডমার্ক হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। তবে একবার আগুনে পুড়ে গিয়েছিল এই প্রাচীন ঐতিহ্য। পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয় এই চার্চের।

সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ- ১৮১৮ সালের এই চার্চকে শহরের প্রথম এবং একমাত্র স্কটিশ চার্চ হিসেবে বিবেচনা করা হয়। St. Andrew’s Church’ও কলকাতার অন্যতম ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত। প্রচুর পর্যটক এখানে ভিড় জমান। বড়দিনে এই চার্চে সপরিবারে চলে যাওয়াই যায়।

সেন্ট থমাস চার্চ- এটি একটি রোমান ক্যাথলিক চার্চ। পুরনো কনোলিয়ান ধাঁচ দেখা যায় এখানে। গথিক টায়ারও রয়েছে এই চার্চে। জানা যায়, St. Thomas’s Church-এ মাদার টেরিজার দেহ সৎকারের আগে কিছুদিন রাখা হয়েছিল।

ক্রিস্ট দ্যা কিং চার্চ- এই চার্চে গেলে, এখানকার মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। Church Of Christ The King-এর ভিতরের হল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়।


যদিও এছাড়া ‘গ্রিক অর্থোডক্স কলকাতা’, ‘মার থমাস সিরিয়ান চার্চ’, ‘সেন্ট জোনস চার্চ’ সহ আরও উল্লেখযোগ্য কিছু চার্চ রয়েছে। কলকাতা শুধু নয়, চন্দননগরের ক্যাথলিক চার্চ, চুঁচুড়া চার্চেও বড়দিনে ভিড় জমায় মানুষজন। তবে উৎসব ছাড়াও,চার্চে পর্যটকদের ভিড় থাকে বাকি দিনগুলিতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version