Summer Vacation 2023: গ্রীষ্মের ছুটিতে স্কুল পড়ুয়ারাদের কাজ কী? বিশদে জানাল শিক্ষা দফতর

।। প্রথম কলকাতা ।।

Summer Vacation 2023: গ্রীষ্মের ছুটিতে স্কুল পড়ুয়াদের ঠিক কি কি কাজ করতে হবে সেই বিষয়ে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর একটি নির্দেশিকা জারি করেছে। যার উদ্দেশ্য পড়ুয়াদের ভবিষ্যৎ মজবুত করা এবং তাদের হাতে-কলমে কাজ শেখানো। এর ফলে তারা সাফল্যের পথে অনেকটা এগিয়ে যাবে। ২০২৩ এ গ্রীষ্মের ছুটিতে সেই বিষয়ে বিশদে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। প্রতিটি শ্রেণির কাজ ভিন্ন ভিন্ন, এক্ষেত্রে গুরুত্ব পাবে পড়ুয়াদের স্বাধীন চিন্তাভাবনা।

স্কুল শিক্ষা দফতর প্রত্যেক শ্রেণির পড়ুয়াদের জন্য এমন কিছু কাজ বেছে নিয়েছে যা ভবিষ্যতে তাদের গঠনমূলক চিন্তাভাবনার প্রসার ঘটাবে, নেতৃত্ব দানের ক্ষমতা বাড়াবে এবং পেশাগত কাজে ব্যবহার করা যাবে। এই কাজের মাধ্যমে পড়ুয়ারা প্রকৃতিকে আরো ভালোভাবে বুঝবে এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সেই অনুযায়ী তৈরি করা হয়েছে গ্রীষ্মকালীন প্রকল্পের রূপ রেখা। এক্ষেত্রে অবশ্যই গুরুত্ব পাবে পড়ুয়াদের পছন্দ অপছন্দের বিষয়।

পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের প্রকৃতি নিয়ে সচেতন করার কাজ করতে হবে এবং সেই বিষয়ে গবেষণা করে লিখতে হবে। এই কাজ শেষ করার জন্য তারা সময় পাবে ৫ থেকে ৭ দিন। সপ্তম এবং অষ্টম শ্রেণির পড়ুয়াদের কোন পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র বা বিজ্ঞান কেন্দ্রে গিয়ে বিষয়গুলি পর্যবেক্ষণ করতে হবে। যা থাকবে স্কুল থেকে অন্তত তিন কিলোমিটারের মধ্যে। সেখানে তারা যা পর্যবেক্ষণ করবে, শিখবে সেই বিষয়গুলি লিখে স্কুলে জমা দিতে হবে। নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা গ্রন্থাগার, কলেজ, হাসপাতাল, ব্যাঙ্ক, হস্তশিল্প কেন্দ্র প্রভৃতি স্থানগুলিতে গিয়ে পর্যবেক্ষণ করবে, যা পরবর্তীকালে তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে পেশাগত জীবনের পাঠ নিতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। এক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে হাতে কলমে শিক্ষার উপর। বিষয়টির উপর নজর রাখবে শিক্ষা দফতর, ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version