Kolkata Police Durga Puja: ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখার কোন ব্যবস্থা করল কলকাতা পুলিশ? শ্রীভূমি-সুরুচিতে লাইন হবে না

।। প্রথম কলকাতা ।।

Kolkata Police Durga Puja: সন্তোষ মিত্র স্কোয়ারে এবার অযোধ্যার রামমন্দির। শ্রীভূমিতে ডিজনিল্যান্ড কিন্তু ওই ভিড় ঠেলে ঠাকুর দেখতে যেতে ভয় পান? লম্বা লাইন দিয়ে ঠাকুর দেখার দিন শেষ এবার বাড়ি থেকে বেরোনোর আগেই শ্রীভূমিতে ভিড় কমবে কখন আপনি জানতে পারবেন। কোন পুজো মণ্ডপে কীরকম ভিড়? কখন লাইন একেবারেই থাকবে না এবছর তা জেনে যাবেন ঘরে বসেই! কীভাবে? বলে দিচ্ছি আমরা। এখন তৃতীয়া -চতুর্থী থেকেই মণ্ডপে মণ্ডপে লম্বা লাইন। অনেকে আবার এই ভিড় ঠেলতেই পুজোতে বের হন। অনেকের আবার ভিড় দেখলে কান্না পায়। কখন কোন পুজো মণ্ডপে গেলে ভিড় কম পাবেন এবার আপনাকে বলে দেবে কলকাতা পুলিশ।

শহরের মোড়ে মোড়ে ইলেকট্রনিক ডিসপ্লে-বোর্ড লাগানো হবে সেই বড় পর্দায় কোথায় কত ভিড়, দাঁড়াতে হবে কতক্ষণ সব বলে দেবে পুলিশ। অনেকেই আছেন সপ্তমীতে সাউথ ঘুরলে অষ্টমী রেখে দেন নর্থ কলকাতার জন্য। আর অষ্টমী মানেই বাগবাজারের জমজমাট ভিড়। এবার লাইভ ট্রাফিক আপডেট যেভাবে দেখা যায় সেভাবেই পুজোর কদিন দেখা যাবে লাইভ ভিড়ের আপডেট। নামী নামী পুজো মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা থাকে। এবার ওই সিসিটিভি থেকেই মিলবে ভিড়ের তথ্য।
২৪ ঘন্টা ক্যামেরার দিকে নজর থাকবে লবাজার কন্ট্রোলরুমের। আর যেখানে ক্যামেরা নেই সেসব মণ্ডপে থাকা পুলিশকর্মী কন্ট্রোলরুমকে জানিয়ে দেবেন লাইভ আপডেট।

কলকাতার বিগ বাজেটের পুজো মানেই লম্বা লাইন। যে পুজোতে যত ভিড় সেই পুজোই শহরবাসীর কাছে সুপারহিট। কলকাতা পুলিশের এই ব্যবস্থার মাধ্যমেও ঘরে বসেই মোবাইলে জানতে পারবেন। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ রেল স্টেশন হাওড়া-শিয়ালদহ , মেট্রো স্টেশনগুলিতে এই স্ক্রিন লাগানো হবে। বাড়ি থেকে বেরনোর আগে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও ভিড়ের আপডেট পাবেন। শহর কলকাতা থেকে শুরু করে জেলার পুজো, সর্বত্রই প্রস্তুতি তুঙ্গে। বেশিরভাগ জায়গাতেই থিমের হাওয়া। চোখ ধাঁধানো নজরকাড়া থিমের মধ্যে দিয়ে ভিড় টানায় প্রতিযোগিতায় নেমে পড়েছে পুজো কমিটিগুলি। অন্যদিকে কোথায় কী থিম, তা জানতে উৎসাহী আমজনতাও। শুধু শহরের নয় কলকাতার পুজো থেকে দূরদূরান্ত থেকে অনেকেই আসেন। মানুষ যাতে নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারেন তার জন্য প্রত্যেক মণ্ডপেই রাখা হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থাও। সবথেকে সমস্যা হয় ভিড় নিয়ে। কলকাতা পুলিশের নতুন ভাবনাতে সত্যিই সুবিধা হবে। আশাবাদী পুজো উদ্যোক্তারাও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version