।। প্রথম কলকাতা ।।
West Bengal Police: সাধারণ মানুষকে সমস্ত দিক থেকে সতর্ক করতে নানা ধরনের পন্থা অবলম্বন করে থাকে রাজ্যের পুলিশ। বিভিন্ন ধরনের মিম, গ্রাফিক্স ও ছবি দিয়ে সতর্কবাণীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে থাকে পুলিশ-প্রশাসন। এবার নতুন ধরনের স্ক্যামের বিষয়ে মানুষকে সতর্ক করতে সাহায্য করেছে ‘Shark Tank India’ খ্যাত ব্যবসায়ী অশনীর গ্রোভার। কিন্তু কীভাবে?
মূলত এদিন বাংলার পুলিশ একটি মিমের মাধ্যমে সকলকে সতর্ক করার চেষ্টা করেছে। মিমের মধ্যে প্রতারক বলে লেখা, ‘ভুলবশত অনলাইনে কিছু অর্থ পাঠিয়ে ফেলেছি, দয়া করে ফেরত দিন’। আর সেইসঙ্গে হিন্দিতে লেখা, ‘ইয়ে সব দোগলাপন হ্যায়’। আর এই মিমের মধ্যে ছবি রয়েছে অশনীর গ্রোভারের। মূলত সনিতে বড় বড় বিজনেসম্যানদের নিয়ে আয়োজিত শো ‘Shark Tank India’তে উপস্থিত ছিলেন তিনি। সেইসঙ্গে তাঁর আরেকটি পরিচয়ও রয়েছে। BharatPe-এর সহ প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর গ্রোভার। আর তাঁর বইয়ের নাম ‘দোগলাপান’। প্রসঙ্গত, তিনি এতটাই সকলের কাছে পরিচিত যে, সাধারণকে সতর্ক করতে তাঁকেই বেছে নিয়েছে পুলিশ।
পাশাপাশি এই মিমের সঙ্গে একটি লেখাও সকলের জন্য পোস্ট করেছে West Bengal Police। যেখানে লেখা রয়েছে, “আজকাল একটি নতুন ধরনের প্রতারণার ছক দেখা যাচ্ছে। প্রতারক প্রথমে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাবে। তারপর আপনাকে কল করে দাবি করবে যে এটি ভুলবশত পাঠানো হয়েছে এবং টাকা ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানাবে। আপনি একবার সম্মত হলে, বিভিন্ন উপায়ে তারা আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে অর্থ শূন্য করে দেবে। যদি এমন পরিস্থিতির শিকার হন, তাদের আপনার স্থানীয় থানায় এসে আপনার সঙ্গে দেখা করে অর্থ সংগ্রহ করতে বলুন!”
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম