WB Police Recruitment 2023: পশ্চিমবঙ্গ পুলিশে লেডি কনস্টেবল নিয়োগের সুযোগ, আবেদন করবেন কীভাবে ?

।। প্রথম কলকাতা ।।

WB Police Recruitment 2023: রাজ্যে লেডি কনস্টেবল (Lady Constable) পদে নিয়োগের সুবর্ন সুযোগ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board) পশ্চিমবঙ্গ পুলিশে (West Bengal Police) লেডি কনস্টেবল পদে নিয়োগের (West Bengal Lady Constable Recruitment 2023) জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে নিয়োগের জন্য যাবতীয় তথ্য রইলো আজকের প্রতিবেদনে।

শূন্যপদ: ১৪২০

বেতন: ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা

যোগ্যতা: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স সীমা: ১৮ থেকে ৩০ বছর। ওবিসি প্রার্থীরা ৩ বছর, SC/ST প্রার্থীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন। হোমগার্ড ও এনভিএফ কর্মীরাও বয়সে ছাড় পাবেন নিয়ম অনুযায়ী।

আবেদন ফি: SC/ST: ২০ টাকা

অন্যান্য সকল প্রার্থী: ১৭০ টাকা।

আবেদন পদ্ধতি: অনলাইন এর ফর্ম ফিলাপ করতে হবে। তারপর প্রাথমিক লিখিত পরীক্ষা (২)শারীরিক পরিমাপ পরীক্ষা (৩)শারীরিক দক্ষতা পরীক্ষা (৪) মেইনস লিখিত পরীক্ষা ও শেষে ইন্টারভিউ।

কীভাবে করবেন আবেদন: প্রথমে ওয়েবসাইট prb.wb.gov.in বা wbpolice.gov.in-তে যান।
২) ‘apply online’ ট্যাবে ক্লিক করুন।
৩)আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং জমা দিতে হবে।
৪) আবেদন ফর্মটি পূরণ করুন এবং আপনার নথিগুলি আপলোড করুন আবেদন ফি প্রদান করুন আবেদনপত্র জমা দিন এবং সবশেষে আপনার সুবিধার জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিয়ে নেবেন।

আবেদন শুরুর তারিখ: ২৩ এপ্রিল ২০২৩

আবেদনের শেষ তারিখ: ২৫ মে ২০২৩

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version