Marriage Loan: ছাড়িয়ে যাচ্ছে বাজেট! বিয়ের খরচ সামলাতে কম সুদে লোন দিচ্ছে ব্যাংক

Marriage Loan: বিয়ে নিয়ে বাবা-মায়েদের থাকে অনেক ইচ্ছা। কিন্তু ধুমধাম করে বিয়ে দেওয়া মানে অনেকগুলো টাকার ব্যাপার। এ ক্ষেত্রে অনেকেই ম্যারেজ লোনের দিকে ছোঁটেন। এই লোন নেওয়ার সময় সাধারণত কি কি বিষয় মাথায় রাখা উচিত জেনে নিন।

।। প্রথম কলকাতা ।।

শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। আগামী কয়েক মাসে গোটা ভারত জুড়ে চলবে সানাইয়ের আওয়াজ। ঘটা করে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে বাবা-মায়েরদের। আবার অনেক ছেলে মেয়েই চায় নিজের আয়ের টাকায় বিয়ে করবে। কিন্তু বর্তমান বাজারদরের কথা চিন্তা করলেই যেন পা থেকে মাটি সরে যায়। পরিবার-প্রিয়জন, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ এবং ধুমধাম করে বিয়ে দিতে গেলে প্রায় ৬ থেকে ১০ লাখ টাকার খরচা। তাই অনেকেই ব্যাংকে ছোঁটেন পার্সোনাল লোন (Personal Loan) নেওয়ার জন্য।

তবে এই লোন নেওয়ার আগে জরুরি কয়েকটি বিষয় জেনে রাখা ভালো।

বিয়ের জন্য লোন

সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পার্সোনাল লোন হিসাবে নেওয়া যাবে। তবে কেউ যদি তার বিয়ের বাজেট অনুযায়ী এর কম ২ লাখ, ৩ লাখ অথবা ৫ লাখ টাকা লোন নিতে চায় সেটাও সম্ভব। এই লোনের ক্ষেত্রে সেইরকম কোনও জামানত (Collateral) দিতে হয় না। কারণ অল্প বয়সী কর্মজীবীদের তাদের নামে কোনও সম্পদ নাও থাকতে পারে।

কম সুদে লোন দিচ্ছে ব্যাংক 

৫ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোনের উপর ৮.৯ শতাংশ সুদের হার রয়েছে Bank Of Maharashtra এ, সরকারি ব্যাংক Bank Of India তে ৯.৭৫ শতাংশ সুদের হার এবং Punjab National Bank এ ৯.৮ শতাংশ সুদের হার রয়েছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি ব্যাংক যেমন HDFC, Axis ইত্যাদি ব্যাংক থেকেও এই লোন পাওয়া যাবে। (এই তথ্য মানিকন্ট্রোল ওয়েবসাইট থেকে নেওয়া)।

আরও পড়ুন : বিয়ের মরসুমে হয়ে যান হানিমুন প্ল্যানার, মোটা টাকা আয়ের সুযোগ

লোনের মেয়াদ ও যোগ্যতা

১ থেকে ৫ বছর এই লোনের মেয়াদ ঠিক করা যায়। লোন আবেদনকারী তাঁর আয়ের পরিমাণ এবং পরিশোধের ক্ষমতা অনুযায়ী একটি মেয়াদ বেছে নিতে পারেন। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, স্বল্প মেয়াদী লোনের জন্য আবেদন করা উচিত যাতে আপনার মাসিক বাজেটে কোনও ব্যাঘাত না ঘটে।

পাশাপাশি এই লোন নেওয়ার জন্য আপনার নির্দিষ্ট মাসিক উপার্জন থাকা উচিত। এই বিষয়টি বিভিন্ন ব্যাংক অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মাসিক ১৫ হাজার টাকা বা তার বেশি আয় হলে এই লোন অ্যাপ্রুভ হয়ে যায়। এ ছাড়া আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৫৮ বছরের মধ্যে। এবং অন্তত ১ বছর ৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

তবে যারা স্বনির্ভর (Self Employed) তাদের ITR ফাইল দেখাতে হবে। যাচাই করা হবে তাঁর আয়ের পরিসংখ্যান।

ভালো সিবিল স্কোর

বলা হয়, লোন পাওয়ার জন্য ভালো ক্রেডিট বা সিবিল স্কোর (Cibil Score) থাকা দরকার। সাধারণত ৭০০ বা তার বেশি সিবিল স্কোর হলে সেটিকে ভালো স্কোর হিসাবেই বিবেচনা করা হয়, এ ক্ষেত্রে দ্রুত লোন পেতেও সুবিধা হয়।

Exit mobile version