Honeymoon Coordinator Business: বিয়ের মরসুমে হয়ে যান হানিমুন প্ল্যানার, মোটা টাকা আয়ের সুযোগ

।। প্রথম কলকাতা ।।

Honeymoon Coordinator Business: বর্তমানে চাকরির বাজারে রীতিমত কাড়াকাড়ি। অনেকেই আছেন যারা বছরের পর বছর সিভি নিয়ে হাঁটছেন, অথচ ভালো চাকরি জোটাতে পারছেন না। তবে চিন্তা নেই। আপনি চাকরি ছাড়াও মোটা টাকা আয় করতে পারবেন। এখন শীতকাল সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে শুধু বিয়ের পোস্ট। এই বিয়ের মোরসুমকেই আপনি মোক্ষম হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারেন। এই সুযোগেই হবে আপনার নিজস্ব ব্যবসা। সামান্য ইনভেস্টমেন্টে রয়েছে প্রচুর আয়ের সুযোগ। বিয়ে মানেই হানিমুনটা মাস্ট। সামর্থ্য যার যেমন থাক না কেন সাধ্য অনুযায়ী সবাই হানিমুনে যান। বিদেশে বেড়াতে গেলে কত খরচ, কোথায় গিয়ে থাকবেন, কিভাবে যাবেন এই সম্পর্কে সম্যক ধারণা বহু মানুষের থাকে না। এই সময়ে রীতিমত মুশকিল আসান হয়ে দাঁড়ান হানিমুন প্ল্যানার বা ট্রাভেল প্ল্যানাররা। তাই এই ব্যবসা শুরু করলে মন্দ হবে না।

কীভাবে শুরু করবেন ব্যবসা?

একটি লাভজনক ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে হবে। একবার যদি আপনার প্ল্যান সফল হয় তাহলে প্রতি ট্রাভেলে ৫০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ রয়েছে। মূলত নব দম্পতি যেখানে যেতে চাইছেন সেখানে তাদেরকে নিয়ে যাওয়া সেখানে গিয়ে তাদের খাওয়া থাকা ঘোড়া সবকিছু পারফেক্ট ব্যবস্থা করার দায়িত্ব থাকবে আপনার উপর। প্রথমে আপনাকে টার্গেট রাখতে হবে ভালো বাজেটের মধ্যে একটি সুন্দর জায়গা।

(১)প্রথমে ভ্রমণের হটস্পট গুলির একটি পরিচিতি তালিকা তৈরি করুন। খুঁটিয়ে জেনে নিন, সেখানে থাকার রুম পরিষেবা সহ জনপ্রিয় জায়গা, দুর্দান্ত রেস্তোরাঁ এবং যাতায়াতের খরচ। নিজের কোম্পানির ডিসকাউন্ট প্যাকেজগুলি ভালোভাবে বিশ্লেষণ করুন। খেয়াল রাখুন কোন ঋতুতে মানুষ ঠিক কোন জায়গায় যেতে ভালোবাসেন। প্রথমেই জায়গার লিস্ট ক্লায়েন্টদের উপর চাপিয়ে দেবেন না। আগে বুঝুন তারা ঠিক কেমন জায়গা পছন্দ করছেন।

(২)বর্তমানে মানুষ একটু জনপ্রিয় সংস্থার দিকে ছুটে যায়। সেক্ষেত্রে মানুষ আপনার প্রতিষ্ঠানে কেন আসবে? তাই তার আগে আপনার সংস্থার একটি ভালো শংসাপত্র তৈরি করতে হবে। হানিমুন আয়োজনে আপনি কিভাবে একটি শংসাপত্র পেতে পারেন সে সম্পর্কে অনুসন্ধান করুন। দরকার পড়লে অনলাইনে ট্রেনিংও নিতে পারেন। আপনার কাজের অভিজ্ঞতা আপনাকে আরো পেশাদার করে তুলবে এবং বিষয়টি হানিমুন ক্লায়েন্টের আকর্ষণ করবে।

(৩)হানিমুন প্ল্যানার হিসেবে আপনার একটি ছোট্ট অফিসের প্রয়োজন। এই অফিস আপনি বাড়িতেই খুলতে পারেন। প্রয়োজন একটা কম্পিউটার, একটা টেবিল, কয়েকটা চেয়ার আর ফাইল রাখার সামান্য জায়গা। চাইলে ঘরের দেয়ালে বিভিন্ন দেশের সুন্দর ছবি রেখে দিতে পারেন।

(৪)আপনার ক্লায়েন্টের ভালোভাবে সাক্ষাৎকার নিন। তারা ক’জন যেতে চান, তারা ঠিক কেমন জায়গা পছন্দ করেন এই সম্পর্কিত কিছু প্রশ্ন করুন। তারপর তাদের ভ্রমণের জন্য পছন্দ অনুযায়ী জায়গা গুলি সম্পর্কে জিজ্ঞাসা করুন। হানিমুনের আনুমানিক তারিখ কখন হবে, তার জন্য কত সময় বরাদ্দ করেছে সেই সম্পর্কিত তথ্য নোট করে নেবেন।

(৫) হানিমুনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলে মূল বাজেট এবং অফার প্যাকেজ। তবে এক্ষেত্রে অফার প্যাকেজ দেওয়াই ভাল। নতুন নব দম্পতির গন্তব্য হানিমুন ভ্রমণের উপর ভিত্তি করে ব্যক্তিগত প্যাকিং সম্পর্কে কিছু টিপস দিন। এছাড়াও মানচিত্র, পাসপোর্ট, স্থানীয় গাইড বুক প্রভৃতি সম্পর্কে একটি সম্যক ধারণা দিতে।পারেন। এই স্বল্প বাজেটের ব্যবসার প্ল্যান কাজে লাগাতে পারেন। ব্যবসার শুরুতে লাভ না হলেও ক্ষতি হবে না।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version