Electric Bill: জানেন কি আপনার বাড়িতে এই প্লাগ ব্যবহারে বিদ্যুৎ বিল কমে হবে অর্ধেক!

।। প্রথম কলকাতা ।।

 

Electric Bill: সুইচবোর্ডে এই জিনিসটি হামেশাই দেখা যায়। জানেন কি আপনার বাড়িতে এই প্লাগ ব্যবহারে বিদ্যুৎ বিল কমে হবে অর্ধেক! আর কী কাজে লাগে? আপনি যদি সুরক্ষিত থাকতে চান অবশ্যই বাড়িতে এটিকে লাগিয়ে ফেলুন। এসি থেকে ফ্রিজ ! সবেতেই এই একটা প্লাগ কেন লাগে? শর্ট সার্কিট হলেও কীভাবে বাঁচাবে! এই প্লাগ না থাকলে বড় বিপদ।

 

মেন সুইচের কাজ হল বিদ্যুৎ সরবরাহ করা। আর এর সঙ্গে এমসিবি-র কাজের পার্থক্য রয়েছে। তবে এই দু’টি ডিভাইসই বাড়ির মিটারের কাছে ইনস্টল করা উচিত। যদি এই দু’টি ডিভাইসের মধ্যে কোনও একটি মিটারের কাছাকাছি না থাকে, তাহলে ক্ষতি হতে পারে। আপনাকে বিদ্যুৎ শক লাগার হাত থেকেও বাঁচাবে। মিটার লাগানোর পরে সাধারণত মেন সুইচ লাগানো হয়। এই ডিভাইসের মাধ্যমে গোটা বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করা সম্ভব।

এর মধ্যে দিয়েই নিউট্রাল এবং ফেজ উভয় তার যায়।  এর মাধ্যমে বাড়ির যে কোনও বৈদ্যুতিক কাজ। করানোর সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা যায়। তাইতো এসি থেকে ফ্রিজ সুইচবোর্ডে এমসিবি থাকবে। বাজ পড়লে নিজে থেকে ই অফ হয়ে যায় এমসিবি।

 

মেন সুইচ এবং এমসিবি ডিভাইসের কাজ ভিন্ন। এমন অবস্থায় যদি বাড়িতে কোনও রকম বৈদ্যুতিক কাজ করার প্রয়োজন হয়, তাহলে মেন সুইচ বন্ধ করা উচিত। যার কারণে নিউট্রাল ও ফেজ দু’টোই বন্ধ হয়ে যায়। অন্য দিকে এমসিবি ডাউন করলে কেবলমাত্র ফেজের কানেকশন বা সংযোগই ডাউন হয়। তাই বাড়িতে বিদ্যুতের মিটারের সঙ্গে সঙ্গে মেন সুইচ এবং এমসিবি উভয়ই ইনস্টল করা উচিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version