AC Explosion: গরমে এসি বিস্ফোরণ, ঘুমের মধ্যে প্রাণ চলে যাবে! কীভাবে সাবধান হবেন ?

।। প্রথম কলকাতা ।।

 

AC Explosion: এই গরমে সারারাত এসি চালিয়ে রাখছেন। ঘুমের মধ্যে এসি বিস্ফোরণ যদি হয়! হ্যাঁ দেখুন কীভাবে দাউ দাউ করে জ্বলছে আগুন। এসি কেড়ে নেবে প্রাণ। এয়ার কন্ডিশনার ফেটে সব জ্বলে পুড়ে ছাই। মানিকতলার এই অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠছে। কীভাবে এসি বিস্ফোরণ হয়? তীব্র গরম। বাইরের তাপমাত্রা ৪০-এর উপরে। এসি ব্যবহারের এই একটি ভুলে ব্লাস্ট হয়ে যাবে। কিভাবে সতর্ক থাকবেন? যখন তখন আগুন লেগে গেলে কী করবেন?

 

কীভাবে এসি থেকে দুর্ঘটনা ঘটে আপনি জানেনই না! আপনি কি দীর্ঘদিন সার্ভিসিং করাননি?দেখভালের অভাবে এসি ফেটে আগুন লাগতেই পার। এসির গ্যাসে আগুন লেগে সেটি ঘরে ছড়িয়ে পড়ে। তাই নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিং করাবেন অবশ্যই। দীর্ঘসময় একটানা এসি না চালিয়ে মাঝে মধ্যে বিরতি দিন। রাতে টানা চালাবেন না। টাইমার সেট করে রাখুন। নাহেল মেশিন গরম হয়ে যায়।

 

এসি বিস্ফোরণ আটকানোর আরেকটি উপায় হলো রেফ্রিজারেন্ট লিক ডিটেক্টর ইনস্টল করা। এই ডিভাইসগুলো রেফ্রিজারেন্ট গ্যাস ছড়িয়ে পড়লে সতর্ক করতে পারে। অনেক বছরের পুরোনো এসি পাল্টে নতুন মডেলে আপগ্রেড করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে সেটিতে যেন লিক ডিটেক্টর থাকে। এসির নিয়মিত যত্ন বা পরিষ্কার না করলে ময়লা জমে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যা এসি চলতে বাধা সৃষ্টি করতে পারে। ভোল্টেজের ওঠানামার হতে থাকলে এসি বন্ধ রাখুন। এসি যতই ভালো হোক তা যদি দিনে ২৪ ঘন্টা চলে তাহলে খারাপ তো হবেই।

 

তাতে এসি অতিরিক্ত গরমে ফেটেও যেতে পারে। নিম্নমানের এসি কিনলে সেগুলোর ভেতরে ফ্যান তারের, বিদ্যুতের ব্যবস্থাগুলো ঠিক থাকে না। তাই চেষ্টা করুন ভালো নামি কোম্পানির এসি কেনার। তাতে দাম একটু বেশি পড়বে ঠিকই। প্রয়োজনে টাকা বেশি করে জমিয়ে পরে কিনুন।

 

বর্তমানে প্রায় নিয়মিতই এসি বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়। তবে সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেতে পারে। নিয়মিত এসি মুছে পরিষ্কার রাখার চেষ্টা করুন। এসির গায়ে বা ভেতরে কোনো ময়লা জমতে দেবেন না। নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে জিনিস ভালোও থাকবে আর বিপদও ঘটবেনা। অনেক দিনের পুরোনো ইলেকট্রিকের বোর্ড, তার অথবা ওয়্যারিং-এর পাইপ বেশি লোড টানতে পারে না। তাই সেদিকে খেয়াল রাখুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

 

Exit mobile version