Bardhaman Station: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি, ঘটনায় মৃত ৩, আহত বেশ কয়েকজন

।। প্ৰথম কলকাতা ।।

Bardhaman Station: ফের বর্ধমান স্টেশনে বড়সড় দুর্ঘটনা। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি। এক দুপুর ১২টা ১০ নাগাদ স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ২৫ হাজার ৮০০ লিটারের একটি জলের ট্যাঙ্ক আচমকা ভেঙে পড়ে। এর আগেও, বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল। ২০২০ সালে স্টেশনের মূল ভবনের একাংশ ভেঙে দুর্ঘটনা ঘটেছিল। আজকের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েক জন যাত্রী জখমও হয়েছেন বলে জানিয়েছেন বর্ধমান মেডিক্যালের সুপার তাপস কুমার ঘোষ। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। তবে রেল সূত্রে এখনও মৃত্যুর খবর জানা যায়নি। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাকি প্ল্যাটফর্মগুলি থেকে ধীর গতিতে চলছে ট্রেন।

জানা গেছে, প্রচুর যাত্রী দুটি স্টেশনে ট্রেন ধরার অপেক্ষায় সেই সময় অপেক্ষারত ছিলেন। গোটা স্টেশন চত্বর জুড়ে ছিল প্রচন্ড ভিড়। সেই সময় এই বিত্তপত্তি ঘটে। ঘটনার পরেই আরপিএফ এবং দমকলকে খবর দেওয়া হয়। বর্তমানে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। এই দুর্ঘটনার জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। এদিকে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় গোটা স্টেশন জলজল থৈ-থৈ। প্রশ্ন উঠছে ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণ নিয়ে।

পূর্ব রেলের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে। দুর্ঘটনার নেপথ্যে রক্ষণাবেক্ষণের গাফিলতি আছে কি না, তা নিয়ে অবশ্য মুখ খুলতে চায়নি রেল। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের জেলাশাসককে সব সাহায্য করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version