Makar sankranti astro tips: শনি ও রাহুর দোষ থেকে মুক্তি চাইছেন? মকর সংক্রান্তিতে এই নিয়মগুলি মেনে চলুন

।।প্রথম কলকাতা।।

Makar sankranti astro tips: জ্যোতিষ শাস্ত্র মতে নানা কারণে জাতক জাতিকাদের বিভিন্ন গ্রহের দোষে পড়তে হয়। তবে সেই সব দোষ থেকে মুক্তি পাবার উপায়ও রয়েছে। এখন শনি ও রাহুর দোষ থাকলে তেমন চিন্তার কিছু নেই। সামনেই মকর সংক্রান্তি। এই দিন কিছু নিয়ম পালন করে চলুন। তাতেই শনি ও রাহুর দোষ থেকে মুক্তি পাবেন।

হিন্দু ধর্মে মকর সংক্রান্তির অতি পুণ্য একটি দিন। এই বছর মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি। মকর সংক্রান্তির শুভ লগ্নে সমুদ্র নদীতে স্নান করে সূর্য (sun) দেবতার পুজো করে পুণ্য অর্জন করেন অগণিত মানুষ। জ্যোতিষ শাস্ত্র(astrology) মতে, মকর সংক্রান্তির পুণ্য স্নানে মনোবাসনা পূর্ণ হয়। এই দিনে সূর্য মকর রাশিতে আসে। তা শুধুমাত্র সমস্ত রাশিগুলিকেই নয়, সমগ্র পরিবেশকেও প্রভাবিত করে। মকর সংক্রান্তির দিনে দান করা শুভ বলে মনে করা হয়। এটি করলে শুভ ফল পাওয়া যায়। এর সঙ্গে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

আপনি যদি শনি ও রাহুর দোষ থেকে মুক্তি পেতে চান, তাহলে মকর সংক্রান্তির দিন কিছু জিনিস দান করলে উপকার পেতে পারেন। আসুন জেনে নিই এই দিনে কি কি জিনিস দান করবেন। জ্যোতিষ শাস্ত্রে মাস কলাইয়ের ডালকে শনিদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। শনি দোষ থেকে মুক্তি পেতে মকর সংক্রান্তির দিনে মাস কলাইয়ের ডালের খিচুড়ি দান করুন। এই দিনে মাস কলাইয়ের ডাল এবং খিচুড়ি দান করলে শনি দোষ দূর হয়।

এছাড়া মকর সংক্রান্তির দিন তিল(sesame) দান করুন। এমনটা বিশ্বাস করা হয় যে তিল দান করলেও শনি দোষ দূর হয়। শাস্ত্রে মকর সংক্রান্তির দিন কম্বল(blanket)করাও অত্যন্ত ফলদায়ক বলে বিবেচনা করা হয়। এই দিনে কম্বল দান করলে রাহু দোষ দূর হয় বলে বিশ্বাস করা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version