Siliguri to Nepal: শিলিগুড়ি থেকে সোজা বিদেশে পাড়ি দিতে চান ? খরচ করুন মাত্র ১৫০০ টাকা

।। প্রথম কলকাতা ।।

Siliguri to Nepal : মূল্যবৃদ্ধি যেখানে রীতিমত সাধারন মানুষের পকেটে কোপ বসিয়েছে সেখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এক বিরাট সুযোগ দিচ্ছে। শিলিগুড়ি থেকে একেবারে সরাসরি বিদেশে নিয়ে গিয়ে নামানো হচ্ছে পর্যটকদের। তাও আবার মাত্র ১৫০০ টাকার বিনিময়ে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে শিলিগুড়ি টু নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত সড়কপথে যোগাযোগ চালু করা হয়েছে। আর এই সুযোগ রীতিমত লুপে নিচ্ছেন পর্যটকরা।

* সপ্তাহে কদিন চলছে বাস ? ভাড়া কত ?

শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত পথ হচ্ছে ৬৩০ কিলোমিটারের। তাই সপ্তাহে তিন দিন করে চলাচল করছে বাস। সোম, বুধ, শুক্র শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে এই বাস ছাড়া হচ্ছে। আর প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনিবার সেটি নেপালের কাঠমান্ডু থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ভাড়া মাথাপিছু নেওয়া হচ্ছে পনেরশো টাকা। বাসগুলি বেসরকারি হলেও চালানো হচ্ছে সরকারি উদ্যোগে। যার কারণে খরচ এত কম। তবে ১৫০০ টাকার মধ্যে যেমন কাঠমান্ডু পৌঁছে যেতে পারবেন পর্যটকরা তেমনই তাদের জন্য রয়েছে খাবার দাবারের ব্যবস্থা।

এই বাস গুলি ৪০ জন পর্যটক একেবারে নিয়ে যেতে পারবে। তার জন্য দুটি বাস রাখা হয়েছে। সম্পূর্ণ বাসটি এসি লাক্সারি ক্যাটাগরির। ভাড়া খানিকটা কম হওয়ার পরেও এই টপ ক্যাটাগরির বাস পরিষেবা পেয়ে বেজায় খুশি যাত্রীরা। শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত সরকারি বাস যাতায়াত করায় পর্যটকরা যেমন এই সুযোগের সদ্ব্যবহার করছেন ঠিক তেমনভাবেই অন্যান্য প্রয়োজনেও যাত্রীরা এই বাস ব্যবহার করবেন বলেই আশা রাখা হচ্ছে। জানা গিয়েছে, এই বাস পরিষেবা চালু করার জন্য একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। ক্রমশই বৃদ্ধি পাচ্ছেই বাস পরিষেবার চাহিদা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version