Sagardighi By Election: ভোট শুরু সাগরদীঘিতে, সুব্রত সাহার মৃত্যুতে ফাঁকা হওয়া আসনে জিততে মরিয়া সব দল

।। প্রথম কলকাতা ।।

Sagardighi By Election: ভোট শুরু হয়ে গিয়েছে সাগরদীঘিতে। একদিকে রয়েছে মেঘালয়-নাগাল্যান্ডের ভোট, অন্যদিকে সাগরদীঘি বিধানসভা উপনির্বাচন‌। সব মিলিয়ে হাওয়া গরম রাজনৈতিক মহলের। সাগরদীঘ বিধানসভা উপনির্বাচনে (Sagardighi By Election) ২৪৬ টি বুথ রাখা হয়েছে। সেইসঙ্গে রয়েছে ৩০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। মোট পুলিশ ও সিভিল সেক্টর ২২টি। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫, যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ ও মহিলা ভোটার ১ লক্ষ ২১ হাজার ২৮৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন।

এদিনের ভোটের উপর জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সহ সকল রাজনৈতিক দলগুলি। এমনিতে ২০২১-এর নির্বাচনের পর বাংলায় যে সকল বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে, সব আসনেই জয় পেয়েছে ঘাসফুল শিবির। কিন্তু পঞ্চায়েত ভোটের আগে সাগরদীঘির উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ার চেষ্টায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। যদিও এক চুলও জমি ছাড়তে নারাজ বিরোধী পক্ষ। আজকের ভোটের আগে জনসাধারণকে নিজেদের দিকে টানতে প্রত্যেকটি দলই তাবড় তাবড় নেতৃত্বদের প্রচারে নামিয়েছে। এক সময় মুর্শিদাবাদ কংগ্রেসের (Congress) শক্ত ঘাঁটি ছিল। তৃণমূলের জমি পোক্ত করতে সময় লেগেছে।

প্রসঙ্গত, এই কেন্দ্রের বিধায়ক ছিলেন সুব্রত সাহা (Subrata Saha)। তাঁর অকাল প্রয়াণে এই উপনির্বাচন। ২০১১ এবং ২০১৬-তে ঘাসফুল চিহ্নে জয়ী হয়েছেন তিনি। দেখার এবার কী হয়। যথা সময়ে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। ১০০ বছরের বেশি বয়সের ভোটার রয়েছে এবারে, সংখ্যা ৮। অন্ততপক্ষে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এমনটাই। সুষ্ঠুভাবে যাতে ভোট সম্পন্ন হয়, তার জন্য প্রত্যেক বুথেই থাকছে ক্যামেরা। হবে ওয়েব কাস্টিং। জেলা প্রশাসন সূত্রে, পোস্টাল ভোটার সংখ্যা ১৫৩২ জন। যার মধ্যে পুরুষ ৯৪০ জন এবং মহিলা ৫৯২ জন। এই ভোটের কারণে মাধ্যমিকের পরীক্ষা সূচিতে করা হয়েছে বদল। ২৭ ফেব্রুয়ারি ছিল ইতিহাস পরীক্ষা, তা এখন হবে ১ মার্চ। এদিকে ভোট শুরু হতেই প্রশ্ন উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। কী তা? উল্লেখ্য, সাগরদীঘি এস এন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বুথের ভেতরে দেখা গিয়েছে রাজ্য পুলিশকে। আর তাতেই প্রশ্ন তুলেছে বিরোধী পক্ষ। মূলত এদিনের নির্বাচনকে গুরুত্ব সহকারে দেখছে সব দলই। তাই ভুলেও কোনও ভুল করতে চায় না কেউ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version