Visva Bharati University: অশান্তি পিছু ছাড়ছে না বিশ্বভারতীর, মধ্যরাতে ফের চলল ভাঙচুর

।। প্রথম কলকাতা ।।

Visva Bharati University: ছাত্র বিক্ষোভের জেরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরের আবহাওয়া বর্তমানে বেশ উত্তপ্ত রয়েছে। কারণ গতকাল প্রায় ২১ দিন পর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। এরপর মঙ্গলবার রাতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কারণ অভিযোগ উঠে আসে মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে পড়ুয়াদের করা অবস্থান মঞ্চ ভেঙে দেয় নিরাপত্তা রক্ষীরা।

কয়েকজন পড়ুয়ার তরফ থেকে অভিযোগ উঠে আসে, বিশ্বভারতীর নিরাপত্তার রক্ষীরা তাদের মারধর করেন। এমনকি মত্ত অবস্থায় ছিলেন তাঁরা। অর্থাৎ এক কথায় মঙ্গলবার মধ্যরাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে ফের বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে দাঁড়ায় । যদিও ছাত্র-ছাত্রীদের অভিযোগকে অস্বীকার করেছেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত রেজিস্টার অশোক মাহাতো। আজতক বাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অশোক মাহাতো পাল্টা দাবি করেন, মঙ্গলবার রাতে ছাত্রছাত্রীরা বিশ্বভারতীর অধ্যাপক এবং অধ্যাপিকাদের বাড়িতে ইট ছোঁড়ার মত কাজ করেন।

তারপরেই নিরাপত্তারক্ষীরা তাদের অবস্থান মঞ্চ ভাঙার সিদ্ধান্ত নেয়। বিগত প্রায় ২১ দিন ধরে বিশ্বভারতীর পরিস্থিতি এমনই উত্তাল হয়ে রয়েছে। উপাচার্যের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। তাদের একটাই দাবি, অবিলম্বে পদত্যাগ করতে হবে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। উল্লেখ্য, উপাচার্য এবং ছাত্রদের সম্পর্কের টানাপোড়নের কারণে বিশ্বভারতীর দীর্ঘদিনের রীতি প্রায় বন্ধ হওয়ার মুখে। গত বুধবারেও উপাসনা মন্দির পুরোপুরি ফাঁকা ছিল। এইবারেও বুধবার সকালে উপাসনা মন্দিরে বিশেষ জনসমাগম লক্ষ্য করা যায়নি। এর কারণ হিসেবে একাংশের দাবি, বিশ্বভারতীতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা তারই প্রতিফলন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version