West Bengal Tourism: মাত্র ৪০০০ টাকায় পুজোয় ঘুরে আসুন স্বপ্নের ডেস্টিনেশনে

।। প্রথম কলকাতা ।।

West Bengal Tourism: মাত্র ৪০০০ টাকায় পুজো জমজমাট ঘুরে আসুন এই ডেস্টিনেশনে। সিকিম ট্রিপ যদি বাতিল হয়ে থাকে মন খারাপ করবেন না। গ্রাম্য পরিবেশে আপনার পুজো কাটবে শান্তিতে। যাবেন নাকি বাংলার এসব জায়গায়? যদি এখনও ভাবছেন পুজোয় ভিড়ের ঠেলা না খেয়ে একটু শান্ত, নিরিবিলিতে কটা দিন কাটিয়ে আসবেন তাহলে এবার পুজোয় কম খরচে আপনার ডেস্টিনেশন হতে পারে উঃ ২৪ পরগনা। ভাববেন না আবার উঃ ২৪ পরগনায় আর এমন কী আছে? অনেক চমক আছে! সবটা জানাচ্ছি। সিকিমের বিপর্যয়ের পর অনেকেরই ট্রিপ বাতিল। অনেকে আবার দার্জিলিং কালিম্পংয়ে যেতেও ভয় পাচ্ছেন। তাদের জন্য চারটে জায়গার আইডিয়া একেবার পশ্চিমবঙ্গে পর্যটন দফতরের তরফেই হবে টিকিট বুকিং।

প্রথম প্যাকেজ টাকি টু টাকি। ১ রাত ২ দিনে প্যাকেজের খরচ ৩৮০০ টাকা। টাকি থেকে পর্যটকদের রিসিভ করা হবে। এখানে প্রথমদিন ইছামতি নদীতে নৌকাবিহার রাত্রিবাস টাকি গেস্টহাউজে। এছাড়াও টাকি জেলা পর্যটক দফতরের আটটি হোম স্টে রয়েছে। দ্বিতীয় দিনে ঘোরার জায়গা টাকি রাজবাড়ি, মিনি সুন্দরবন গোলাপপাতা জঙ্গল। ৪০০ বছরের প্রাচীন ফুলেশ্বরী মন্দির। পুবের জমিদারবাড়ি, জোড়া মন্দির।

দ্বিতীয় প্যাকেজ, টাকি, কচুয়া, চাকলা, চন্দ্রকেতুগড়। ২ রাত ৩ দিনের প্যাকেজে খরচ ৫,২০০ টাকা। বারাসত থেকে পর্যটকদের রিসিভ করা হবে। প্রথম দিনে চাকলা মন্দির ও সেখানে ভোগ খাওয়া। তারপর কচুয়া মন্দির দেখে টাকি বাকি টাকি ঘোরার রুট।

৩ নম্বর প্যাকেজ হল বেড়িপাঁচপোতা। ১ রাত ২ দিনের ট্রিপে খরচ মাথাপিছু ৩,৮০০। গোবরডাঙা বা বারাসত থেকে পর্যটকদের রিসিভ করা হবে। দত্তপুকুরের মৃত্শিল্পী বাজার, গোবরডাঙার চন্ডীতলা। এখান থেকে বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিলেন। গোবরডাঙার জমিদার বাড়িও আছে লিস্টে। বেড়িপাঁচপোতায় এশিয়ার বৃহত্তম অশ্বক্ষুরাকৃতির হ্রদ রয়েছে।য়বা বাঁওড়ে নৌকাবিহার করতে করতে সূর্যাস্থ দেখা।

চতুর্থ প্যাকেজ হল উত্তরের সুন্দরবন। ২ রাত ৩ দিনের ট্রিপের খরচ ৬,২০০ টাকা। পর্যটকদের হাসনাবাদ থেকে রিসিভ করা হবে। কালিন্দী, হাসা, রায়মঙ্গল নদীতে নৌকাবিহার ৫ ঘন্টা ধরে। কালীতলা বাজার ঘুরিয়ে শামসেরনগর হোম স্টে-তে রাত্রিবাস। দ্বিতীয় দিনে সুন্দরবনের গভীর জঙ্গলে ঝিঙেখালি, হরিখালি বুড়ির ডাবরি পিট দর্শন ও তৃতীয় দিনে বনবিবি মন্দির।

জেলা পর্যটন দফতরের ওয়েবসাইট https//north24parganas.gov.in//department//tourism এ গিয়ে অ্যাডভান্স বুকিংও করে ফেলতে পারেন আপনি। ঘুরে আসুন নিজের রাজ্যে নিজের জায়গাতেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version