Road block: হাতির হানায় নষ্ট জমির ফসল, ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের

।প্রথম কলকাতা।।

 

Road block: ক্রমাগত হাতির হানায় জেরবার।হাতির হামলায় ফসল নষ্ট রামানন্দপুর এলাকায়। একের পর এক জমির ফসল নষ্ট, বাড়ি ভাঙা সবার পিছনে দায়ী হাতি। কিন্তু ক্ষতিপূরণ দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে ? এমনও প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। এবার হাতির হানায় খেতের ফসল নষ্ট হওয়ার মাথায় হাত চাষীদের। ধার দেনা করে যারা সবজি লাগিয়েছিলেন তারা ফসল তুলতে পারলেন না। তাদের রুজিতে টান ধরবে বিস্তার।

আজ ক্ষতিপূরণের দাবিতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কিসমত রামানন্দপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। যার ফলে সাঁকরাইল ব্লকের রোহিনী রগড়া বাস রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সমস্যায় পড়েন সাধারণ মানুষজন।

শনিবার রাত্রি ৯টা নাগাদ নয়াগ্রাম থেকে সুবার্নরেখা নদী পেরিয়ে প্রায় ২৫ থেকে ৩০ টি দাঁতাল হাতি সাঁকরাইল ব্লকের গড়ধরা, পাথরপাড়া, দক্ষিণদাঁড়িয়া, কিসমত ,রামানন্দপুর সহ কয়েকটি গ্রামে চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। যার ফলে শীতকালীন কপি, বেগুন সহ বিভিন্ন সবজি চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতির দল। সেই সঙ্গে মাঠে থাকা পাকা ধান চাষেরও প্রচুর ক্ষতি করেছে হাতির দলটি। প্রায় ১০ ঘণ্টা ধরে শনিবার রাতে ওই গ্রামগুলির চাষের জমিতে গিয়ে তান্ডব চালায় হাতির দলটি। বন দপ্তরকে জানানো সত্বেও ঘটনাস্থলে কেউ না আশায় বন দপ্তরের উপর ক্ষোভপ্রকাশ করেন ওই এলাকার বাসিন্দারা। এছাড়া ও গ্রামবাসীরা জানান ক্ষতিপূরণে লাভের লাভ কিছুই হবে না। তাদের দাবি মাঠের ফসল বাঁচানোর একটাই উপায় এলাকায় হাতি ঢোকা ঠেকানো। গ্রামবাসীরা চান বনদপ্তর চাষের জমি থেকে হাতি তারাতে বিশেষ অভিযানে নামুক।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version